সোমবার, ২২ এপ্রিল, ২০১৯, ০২:৫০:১১

ভোট দিলেও মুসলিমদের সঙ্গে আছি, না দিলেও আছি: বরুণ গান্ধী

ভোট দিলেও মুসলিমদের সঙ্গে আছি, না দিলেও আছি: বরুণ গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের জাতীয় নির্বাচনের প্রচারাভিযান চলছে বেশ জোরেশোরে। এবারের নির্বাচনে মুসলিম ভোটারদের কাছে টানতে দেয়া হচ্ছে নানা প্রতিশ্রুতি। প্রতিটি রাজনৈতিক দলই মুসলিম ভোটব্যাংকে হানা দিতে আওড়াচ্ছেন নানা অঙ্গীকারের বুলি। খবর ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের।

এ ক্ষেত্রে পিছিয়ে নেই মুসলিম নিপীড়ক দল হিসেবে পরিচিত ভারতীয় জনতা পার্টিও (বিজেপি)। উত্তরপ্রদেশে এবার বিজেপির হয়ে নির্বাচন করছেন গান্ধী পরিবারের সদস্য বরুণ গান্ধী। রোববার তিনি নির্বাচনী প্রচারে গিয়ে বলেন, মুসলিম ভাইয়েরা আমাকে ভোট দিলেও আছি, ভোট না দিলেও তাদের সঙ্গে আছি।

এর একদিন আগেই তার মা মানেকা গান্ধী মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে বেশ সমালোচিত হয়েছিলেন। জোট সরকারের মন্ত্রী মানেকা তার সুলতানপুর নির্বাচনী এলাকায় প্রচারে গিয়ে বলেছিলেন, মুসলমানরা ভোট দিলেও আমি জিতব, না দিলেও জিতব। তারা যদি ভোট না দেয়, তা হলে তারাই বিপদে পড়বে। নির্বাচনের পর কোনো সমস্যা নিয়ে এলে আমি তাতে কর্ণপাতও করব না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে