মঙ্গলবার, ১৪ মে, ২০১৯, ০৯:১৫:১৪

মার্কিন সেনাদের ওপর আক্রমণ করতে পারে ইরান: হোয়াইট হাউস

মার্কিন সেনাদের ওপর আক্রমণ করতে পারে ইরান: হোয়াইট হাউস

আন্তর্জাতিক ডেস্ক : ইরানে বিরুদ্ধে সেনা মোতায়েনের পরিকল্পনা পুনর্বিবেচনা করছে হোয়াইট হাউস। একটি প্রতিবেদনে এমনটি জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম নিউইয়র্ক টাইমস।

সোমবার প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় ইরানে এক লাখ ২০ হাজার সেনা পাঠানোর পরিকল্পনা পুনর্বিবেচনার জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনে পাঠিয়েছে।

এতে বলা হয়ছে বিপুল সংখ্যক সেনা মধ্যপ্রাচ্যে পাঠালে ইরান তাদের ওপর আক্রমণ করতে পারে অথবা এসব কাজে পরমাণু অস্ত্রের তৎপরতা বৃদ্ধি পেতে পারে।

নাম প্রকাশে অনিচ্ছুক ট্রাম্প প্রশাসনিক দফতর থেকে এক কর্মকর্তা নিউ ইয়র্ক টাইমসকে জানিয়েছেন, বৃহস্পতিবার ট্রাম্পের উচ্চ নিরাপত্তা সহায়কের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভারপ্রাপ্তমন্ত্রী প্যাট্রিক শানাহান পরিকল্পনার বিষয়টি আলোচনায় উপস্থাপন করেন।

তবে এ বিষয়টি তাৎক্ষণিক সংবাদ সংস্থা রয়টার্স নিশ্চিত করতে পারেনি। বিষয়টি নিয়ে হোয়াইট হাউসের কাছে জানতে চাইলে কোনো মন্তব্য করেনি। তবে পেন্টাগন মন্তব্য করতে অস্বীকার করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে