মঙ্গলবার, ১৪ মে, ২০১৯, ১০:০৬:১১

ফিলিস্তিনে গণভোটের ডাক দিয়েছে ইরান, থাকছে যেসব শর্ত!

ফিলিস্তিনে গণভোটের ডাক দিয়েছে ইরান, থাকছে যেসব শর্ত!

আন্তর্জাতিক ডেস্ক : ফিলিস্তিনে গণভোটের ডাক দিয়েছে ইরান। ফিলিস্তিনের দখলকৃত অঞ্চলে মুসলিম, খ্রিস্টান এবং ইহুদিদের নিয়ে টেকসই শাসন ব্যবহার জন্য মঙ্গলবার তেহরান এ গণভোটের ডাক দেয়।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ফিলিস্তিনের ‘নাকবা’ ৭১ বছর পেরিয়ে গেছে। ‘নাকবা’ অর্থ আরবের ‘বিপর্যয়ের অবস্থা’। 

১৯৪৮ সালে ইসরাইলের নতুন রাষ্ট্রের পথ বেছে নেয়ার জন্য হাজার-হাজার ফিলিস্তিনিদের বের করে দেয়ার কথা উল্লেখ করেছে। 

বিবৃতিতে বলা হয়, ১৯৪৮ সালের ১৪ মে ফিলিস্তিনিদের নিজভূমি থেকে তাড়িয়ে দেয়া ইসলামের ঐতিহ্য এবং বিশ্বের জন্য একটি বেদনাদায়ক ঘটনা। সাত দশকের বেশি সময় ধরে ফিলিস্তিনিরা শান্তি বা প্রশান্তি কিছুই পাচ্ছে না।

কয়েক দশকের ইসরাইলি দখলদারিত্বের অবসান ঘটাতে সঠিক পদক্ষেপ নিতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে মন্ত্রণালয়। তাদের রাজনৈতিক পদ্ধতির ধরণ নির্ধারণ করার জন্য গণভোটের আহ্বান করা হয়েছে। 

যেখানে মুসলিম, খ্রিস্টান ও ইহুদিরা অংশগ্রহণ করবে। ফিলিস্তিন-ইসরাইল সংঘাত ১৯১৭ সাল থেকে শুরু হয়, যখন ব্রিটিশ সরকার কুখ্যাত বেলফোর ঘোষণায় ‘ইহুদি জনগণের জন্য ফিলিস্তিনে জাতীয় আবাসন প্রতিষ্ঠার’ ঘোষণা দেয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে