শনিবার, ১৮ মে, ২০১৯, ০২:৪০:০৯

মার্কিন রণতরীতে হামলা করা খুবই সহজ: ইরান

মার্কিন রণতরীতে হামলা করা খুবই সহজ: ইরান

আন্তর্জাতিক ডেস্ক : পারস্য উপসাগরে অবস্থান নেয়া মার্কিন রণতরীতে হামলা করা খুবই সহজ একটি কাজ বলে দাবি করেছে ইরান। কয়েক দিন ধরে দুই দেশের মধ্যে শক্তির আস্ফালন চলছে। ইরানের শীর্ষ কূটনীতিকেরা মার্কিন নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থা নিতে কাজ করছেন। খবর রয়টর্সের।

পাশাপাশি ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করা দেশগুলোর মধ্যে নিজেদের অবস্থান ফিরে পেতে কাজ করছে দেশটি। ইরান পুরো পরিস্থিতিকে স্নায়ুযুদ্ধ ও রাজনৈতিক খেলা বলেও মন্তব্য করেছে। শুক্রবার ট্রাম্পের সব প্রচেষ্টাকে অবজ্ঞা করে ইরান বলেছে, মার্কিন রণতরীতে তারা সহজেই আঘাত হানতে পারবে।

২০১৫ সালে ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তি করা ছয়টি দেশের মধ্যে বছর খানেক আগে যুক্তরাষ্ট্র তাদের নাম প্রত্যাহার করে নেয় এবং দেশটির ওপর অর্থনৈতিক বিধিনিষেধ আরোপ করে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে