রবিবার, ১৯ মে, ২০১৯, ০৯:১৫:২৮

প্রতিটি মিডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে ‘একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে এনডিএ’

প্রতিটি মিডিয়ার বুথ ফেরত সমীক্ষা বলছে ‘একক সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে এনডিএ’

আন্তর্জাতিক ডেস্ক : ৪২টির মধ্য ৪২ পাওয়ার কথা বারবার বলেছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। আর ৪২ আসন নিয়েই মহাজোটে বড় ভূমিকা নেবেন তিনি, এমনটাই আশা করছেন তিনি।

তবে বুথ ফেরত সমীক্ষা তার সেই আশায় জল ঢেলে বলছে, আসন এই রাজ্যে সংখ্যা বেশ বাড়াবে বিজেপি। একাধিক সংবাদমাধ্যমের সমীক্ষা সামনে আসতেই তাই ট্যুইট করলেন ক্ষুব্ধ মমতা।

একাধিক সংবাদমাধ্যমের সমীক্ষা সামনে আসার পর দেখা যাচ্ছে, বিজেপি গত বার পশ্চিমবঙ্গে দুটি আসন জিতলেও এবারের লোকসভায় ১১-১২ টি আসন পাচ্ছে। এরপরই ক্ষুব্ধ হয়ে ট্যুইট করেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। 

তিনি লিখেছেন, ‘এসব জরিপ রিপোর্ট আমি বিশ্বাস করি না।’ মমতার দাবি, এই ধরনের সমীক্ষা আসলে গসিপ। তার কথায়, ‘লড়াইটা আমাদের একসঙ্গে লড়তে হবে।’

মমতার মতে, এই ধরনের রটনার মাধ্যমে হাজার হাজার EVM-কে প্রভাবিত করার পরিকল্পনা করা হয়েছে। তিনি বিরোধী দলগুলির কাছে আবেদন জানিয়েছেন যাতে সবাই একজোট হয়ে থাকে। 

এদিকে প্রতিটি সংবাদ মাধ্যমের বুথ ফেরত সমীক্ষা বলছে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের ক্ষমতায় আসছে বিজেপি নেতৃত্বাধিন এনডিএ জোট। বিজেপি ও নরেন্দ্র মোদির সবচেয়ে কট্টোর সমালোচক এনডিটিভি সবচেয়ে কম আসন দিলেও তাদের সমীক্ষা বলছে এনডিএ ৩০০ এর বেশি আসন পাচ্ছে। যেখানে সরকার গঠন করতে প্রয়োজন ২৭২টি আসন।

অন্যদিকে, সম্প্রতি নিজেদের ম্যাগাজিনের কভার ছবিতে নরেন্দ্র মোদির ছবি দিয়ে ‘দেশের একতা বিভক্তি নেতা’ বলে কঠোর সমালোচনা করলেও টাইমস অব ইন্ডিয়ার সমীক্ষা বলছে, এনডিএ (বিজেপি) ৩০৪ ও ইউপিএ (কংগ্রেস) ১১৪ টি আসন। 

তবে অন্য সংবাদ মাধ্যমগুলো আলাদা আলাদা করলেও ভারতের চারটি সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে, নিউজ-১৮, রিপাবলিক টিভি ও নিউজ-২৪ এরা এক সাথে মিলে বুথ ফেরত সমীক্ষা করে তার নাম দেওয়া হয় ‘চানক্য’। অতীতের নির্বাচনে ফলাফল ও আগাম সমীক্ষা থেকে দেখায় এদের সমীক্ষার ফলাফল সবচেয়ে বেশি প্রমাণিত হয়েছে।

সেই ‘চানক্য’ সমীক্ষা আবার বিজেপি নেতৃত্বাধিন এনডিএ জোটকে আরও বেশি আসনে এগিয়ে রাখছে। এদের রিপোর্ট বলছে এনডিএ জোট ৩৩০-৩৩৬টি, ইউপিএ জোট ৮০-৮৫টি এবং অন্য দলগুলো পেতে পারে ১২৬-১৩০টি আসন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে