বুধবার, ২২ মে, ২০১৯, ১১:৪৭:৪৩

হজ ও ওমরা বর্জন করার আহ্বান জানিয়েছেন লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক আল ঘারিয়ানি

হজ ও ওমরা বর্জন করার আহ্বান জানিয়েছেন লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক আল ঘারিয়ানি

আন্তর্জাতিক ডেস্ক:  হজ ও ওমরা বর্জন করার আহ্বান জানিয়েছেন লিবিয়ার গ্র্যান্ড মুফতি সাদিক আল ঘারিয়ানি। সৌদি আরব কর্তৃক ইয়েমেনের ওপর যুদ্ধের প্রতিবাদে এ আহ্বান জানিয়েছেন তিনি।

সম্প্রতি এক ফতোয়ায় মুফতি সাদিক জানান, হজ এবং উমরাহর জন্য মুসলমানরা সৌদি আরবকে যে অর্থ দেন তা দিয়ে সৌদি শাসকরা মুসলমানদের মারার জন্য অস্ত্র কেনার কাজে ব্যয় করেন।  এর ফলে দ্বিতীয়বার হজ করায় সওয়াব হওয়ার বদলে বরং পাপই বেশি হচ্ছে।

এই ফতোয়ার কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের মুসলিম ভাইদের বিরুদ্ধে অপরাধ পরিচালনা করতে হজের টাকা সৌদি শাসকদের সাহায্য করে। ’ এই প্রসঙ্গে তিনি ইয়েমেন, লিবিয়া, সুদান, তিউনিসিয়া এবং আলজেরিয়ার কথা উল্লেখ করেন।

তিনি জানান, হজ এবং ওমরার অর্থ এসব দেশের মুসলমানদের হত্যায় কাজে লাগে। শীর্ষ এই মুফতি বলেন, পৃথিবীর এমন কোন স্থান নেই যেখানে সৌদি আরব ক্ষতিসাধন করেনি।

মুফতি সাদিক আল ঘারিয়ানি জানান, এই ফতোয়ার দায় দায়িত্ব সম্পূর্ণ তার নিজের। এজন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহিতা করবেন।

গ্র্যান্ড মুফতি প্রকাশ্যে লিবিয়ার টেলিভিশন চ্যানেল ‘ইয়ান লিবিয়া’- তে বলেন, যারা ইতোপূর্বে হজ ও ওমরা পালন করেছেন, এ পরিস্থিতিতে তাদের দ্বিতীয় বার হজ ও ওমরা পালন করা উচিত নয় বলে মন্তব্য করেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে