শুক্রবার, ২৪ মে, ২০১৯, ১২:২০:০৫

হঠাৎ আরো ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, প্রস্তুত ইরানও

হঠাৎ আরো ১০ হাজার সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র, প্রস্তুত ইরানও

আন্তর্জাতিক ডেস্ক : হঠাৎ করেই মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা বহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানকে মোকাবেলার জন্যই যুক্তরাষ্ট্র এই পদক্ষেপ নিচ্ছে বলে ধারণা করা হচ্ছে। আজ বৃহস্পতিবারই যুক্তরাষ্ট্র সৈন্য মোতায়েনসহ মধ্যপ্রাচ্য নিয়ে একটি পরিকল্পনা প্রকাশ করতে পারে। ওই পরিকল্পনায় বিষয়টি নিয়ে বিস্তারিত উল্লেখ থাকবে।

যুক্তরাষ্ট্রের বিভিন্ন গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ইরানি গণমাধ্যম আইআরআই। মার্কিন সরকারের কয়েকজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন বলে খবরে উল্লেখ করা হয়েছে। এছাড়া ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ানও এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

তবে নতুন এ সেনা পাঠানোর সিদ্ধান্তের সঙ্গে ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন মার্কিন কর্মকর্তারা। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রের সেনা সদর দপ্তর পেন্টাগন প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউজকে সবিস্তারে জানাবে।

এদিকে সাম্প্রতিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে ইরান নিজেদের প্রতিরক্ষার জন্য সব প্রস্তুতি নিয়েছে বলে জানিয়েছে ইরানি কর্মকর্তারা।
সূত্র: দ্য গার্ডিয়ান

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে