শুক্রবার, ২৪ মে, ২০১৯, ০৫:৫৪:৫৭

নির্বাচনী ভরাডুবিতে ভারতজুড়ে কংগ্রেসে পদত্যাগের হিড়িক

নির্বাচনী ভরাডুবিতে ভারতজুড়ে কংগ্রেসে পদত্যাগের হিড়িক

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের লোকসভা নির্বাচনে টানা দ্বিতীয় মেয়াদে হারের পর বিরোধী দল কংগ্রেসে পদত্যাগের হিড়িক পড়েছে। উত্তরপ্রদেশের কংগ্রেস সভাপতি রাজ বাব্বরসহ এখন পর্যন্ত তিন রাজ্যপ্রধান দলীয় প্রধান রাহুল গান্ধীর কাছে পদত্যাগপত্র পাঠিয়েছেন।

সপ্তদশ লোকসভায় কংগ্রেসের সফলতা তলানিতে থাকায় তারা পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন। কংগ্রেসের সর্বোচ্চ নীতিনির্ধারণী কংগ্রেস ওয়ার্কিং কমিটির আগামীকালের বৈঠকে নিজের পদত্যাগপত্র দেবেন রাহুল গান্ধী।

বৃহস্পতিবার নির্বাচনে ফল ঘোষণা করা হলে কংগ্রেস যেখানে মাত্র ৫২টি আসন পেয়েছে, সেখানে ক্ষমতাসীন রাজনৈতিক দল বিজেপি একাই তিনশতাধিক আসনে জয় পেয়েছে। দলের কর্ণাটকের প্রচার ব্যবস্থাপক এইচকে পাতিল ও উড়িষ্যার নিরঞ্জন পাতনেইকও পদত্যাগপত্র জমা দিয়েছেন। 

এই দুই রাজ্যেই ব্যাপক পরাজয় ঘটেছে কংগ্রেসের। প্রিয়াংকা গান্ধী ভদ্রের অক্লান্ত পরিশ্রমের পরও উত্তরপ্রদেশে মাত্র একটি আসন পেয়েছে দলটি। সেটি হচ্ছে রায়বেরেলিতে সোনিয়া গান্ধীর আসনটি।

উত্তরপ্রদেশে কংগ্রেসের ভরাডুবির দায় নিজের কাঁধে নিয়েছেন রাজ বাব্বর। তিনি বলেন, এখানে নির্বাচনী ফল কংগ্রেসের জন্য খুবই হতাশাজনক। কাজেই যথাযথভাবে দায়িত্ব ছাড়তে না পারলে আমি নিজেকে অপরাধী সাব্যস্ত করব।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে