মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯, ০৯:৪১:২৮

সেনাবাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ ভ্লাদিমির পুতিনের

সেনাবাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ ভ্লাদিমির পুতিনের

আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়ার সেনাবাহিনীকে উচ্চ সতর্কাবস্থায় থাকার নির্দেশ দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি সেনাদের যুদ্ধ-প্রস্তুতি যাচাই করার জন্য মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন।  

পুতিনের নির্দেশের পর এস-৩০০, এস-৪০০ এবং ইস্কান্দার ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাসহ বিটিআর আর্মর্ড পারসোনেল ক্যারিয়ারকে তাদের যুদ্ধ-সক্ষমতা প্রদর্শন করতে দেখা গেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে।   

রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু বলেন, মধ্য এশিয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা এবং সন্ত্রাসী হুমকি মোকাবেলার জন্যই সামরিক মহড়া চালানো হচ্ছে। দেড় লাখের বেশি সেনা ও ২০ হাজারের বেশি অস্ত্র আকস্মিক এ মহড়ায় নিযুক্ত করা হয়েছে। মহড়া চলবে আগামী ২৮ জুন পর্যন্ত। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে