বুধবার, ২৬ জুন, ২০১৯, ১২:৩২:০৫

পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জী : দিলীপ ঘোষ

পশ্চিমবঙ্গকে বাংলাদেশ করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জী : দিলীপ ঘোষ

আন্তর্জাতিক ডেস্ক : মঙ্গলবার ভারতের লোকসভায় কাটমানি ইস্যু ছাড়াও তৃণমূল কংগ্রেসে সুপ্রিমো ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী উপর তীব্র আক্রমণ শানান বিজেপির পশ্চিমবঙ্গ রাজ্য সভাপতি ও মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ৷ 

ভোটের প্রচারে বাংলাদেশ থেকে অভিনেতা ফিরদৌসকে আনার ইস্যু নিয়ে ফের আক্রমণ করে এদিন সংসদে দাড়িয়ে তিনি বলেন, ‘বাংলাকে পশ্চিম বাংলাদেশ করার চেষ্টা চালাচ্ছেন মমতা ব্যানার্জী৷

একইসঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাংলায় ঢুকতে দেননি মমতা বলে অভিযোগ দিলীপের৷ তিনি বলেন, ‘অনুপ্রবেশকারীরা ঢুকলে কোনও পদক্ষেপ নয়, কিন্তু প্রধানমন্ত্রীকে রাজ্যে ঢুকতে দেওয়া হয় না৷ দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে বহিরাগতের মতো আচরণ করে৷’

এখানেই শেষ নয়, মমতা ব্যানার্জীকে কটাক্ষ করে দিলীপ ঘোষ বলেন, ‘প্রধানমন্ত্রী হওয়ার প্রবল ইচ্ছে ছিল মমতার৷ ৪২ আসন নিয়ে তো প্রধানমন্ত্রী হওয়া যায় না৷ পশ্চিমবঙ্গ-বাংলাদেশ এক হলে সেটা সম্ভব৷ তাহলে হয়তো প্রধানমন্ত্রী হতে পারেন৷’

মমতা ব্যানার্জীর জরুরি অবস্থা নিয়ে কথা বলার অধিকার নেই বলে দাবি করেছেন রাজ‍্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন, জরুরি অবস্থা তো কংগ্রেস করেছিল। আর মমতা ব্যানার্জী সেই সময় কংগ্রেসেই ছিলেন। সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে