শুক্রবার, ১২ জুলাই, ২০১৯, ০১:২৭:৫১

এখন পাকিস্তানের নতুন ভালোবাসা নিউজিল্যান্ড : পাক-মন্ত্রী

এখন পাকিস্তানের নতুন ভালোবাসা নিউজিল্যান্ড : পাক-মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : সেমিফাইনালের হাই ভোল্টেজ ম্যাচে নিউজিল্যান্ডের কাছে নাটকীয় ভাবে ম্যাচ হেরে বিশ্বকাপ থেকে বিদায় নেয় ভারত। টুর্নামেন্টের অন্যতম ফেভারিট দল ছিটকে যাওয়ায় শোকে মূহ্যমান গোটা দেশ।

ভারতের হারে খুশির আবহ পাকিস্তানে। রবীন্দ্র জাডেজার মরিয়া লড়াই কিংবা রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরার সময়ে মহেন্দ্র সিংহ ধোনির হতাশ মুখ দেখে বুক ফেটেছে ভারতের সমর্থকদের। ঠিক তার উল্টো ছবি ইমরান খানের দেশে। 

সেমিফাইনালে কিউয়িদের কাছে ভারত হারতেই পাকিস্তানের ক্রিকেটভক্তরা সোশ্যাল মিডিয়ায় ব্যঙ্গবিদ্রুপ করতে শুরু করে দেন। পাক-মন্ত্রী ফাওয়াদ হুসেন টুইট করেন, ‘পাকিস্তানের নতুন ভালবাসা নিউজিল্যান্ড।’

এর সঙ্গেই দাবানলের মতো ছড়াতে শুরু করে ভারতীয় ক্রিকেট দল নিয়ে বিদ্রুপাত্মক নানা মিম। ধোনির রান-আউট নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি পাক-ক্রিকেটভক্তরা। নিউজিল্যান্ডের ফাইনালে পৌঁছনোকে অঘটন বলছেন সাবেক পাক পেসার শোয়েব আখতার।  

শোয়েব আখতার টুইটারে লেখেন, ‘ধোনি আর জাডেজা প্রায় ম্যাচ বের করেই নিয়েছিল কিন্তু কোহালিদের ভাগ্যটাই খারাপ, বিশ্বকাপ থেকে ছিটকে গেল ভারত।’

সাবেক পাক ক্রিকেটার শাহিদ আফ্রিদি টুইট করেন, ‘আমি ভেবেছিলাম ইংল্যান্ড বনাম ভারতের ফাইনাল হবে। কিন্তু নিউজিল্যান্ড অসাধারণ খেললো। ধোনি আর জাডেজার মরিয়া লড়াইও কাজে এলো না।’  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে