শনিবার, ২০ জুলাই, ২০১৯, ০৫:০৯:৩৬

দেশভাগের পর ভারতে থেকে যাওয়ার মূল্য দিচ্ছে মুসলিমরা : আজম খান

দেশভাগের পর ভারতে থেকে যাওয়ার মূল্য দিচ্ছে মুসলিমরা : আজম খান

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৪৭ সালের পর ভারতে থেকে যাওয়ার মূল্য দিচ্ছে দেশটির মুসলিমরা বলে মন্তব্য করেছেন ভারতের সমাজবাদী পার্টি নেতা ও উত্তরপ্রদেশের রামপুর এলাকার সাংসদ আজম খান। 

ভারতের বিহার রাজ্যের সরনে ৩ জনকে গরু'চো'র সন্দেহে পি'টিয়ে মা'রার ঘটনার পরিপ্রেক্ষিতে আজ শনিবার তিনি এ কথা বলেছেন। খবর জি নিউজের। 

আজম খান বলেন, মুসলিমদের এখন অনেক কিছুই সহ্য করতে হবে। আমাদের পূর্বপুরুষরা পাকিস্তান চলে গেল না কেন বুঝতে পারছি না। সর্দার বল্লব ভাই প্যাটেল, গান্ধী-নেহরুর মতো মানুষ মুসলিমদের আশ্বাস দিয়েছিলেন।

প্রসঙ্গত, সম্প্রতি আজম খানকে জমি মাফিয়া বলে ঘোষণা দিয়েছে উত্তরপ্রদেশের আদিত্যানাথ সরকার। শুধু তাই নয়, সমাজবাদী পার্টির এই সাংসদের বিরুদ্ধে ১৩টি মামলা হয়েছে। তারপরেই ওই ঘোষণা দেয় উত্তরপ্রদেশ সরকার। 

জানা গেছে, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ক্ষমতায় থাকার সময় আজম খানের নেতৃত্বে একটি বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ২৬ জন কৃষকের জমি নেওয়া হয়েছিল। তারাই এখন আজম খানের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে