রবিবার, ২১ জুলাই, ২০১৯, ১২:৪২:৩৩

ডোনাল্ড ট্র্রাম্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মধ্যপ্রাচ্যের মিত্ররা

ডোনাল্ড ট্র্রাম্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন মধ্যপ্রাচ্যের মিত্ররা

আন্তর্জাতিক ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের কর্মকর্তারা ও ইরাকসহ মধ্যপ্রাচ্যের মিত্ররা দ্রুতই ট্রাম্পের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। তারা কেউই ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে সামরিক হামলায় অংশ নিতে রাজি নয়। এখবর জানিয়ে ইরানের সংবাদ মাধ্যম পার্সটুডে।

আমেরিকার রাজনৈতিক বিশ্লেষক স্কট বেনেট ইরানের প্রেস টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন। ইরানের বিরুদ্ধে সামরিক জোট গঠনের জন্য আমেরিকা যখন মিত্রদের সমর্থন পেতে হিমশিম খাচ্ছে তখন বেনেট এমন মন্তব্য করলেন।

তিনি বলেন, আমি মনে করি প্রেসিডেন্ট ট্র্রাম্প বিষয়টি সহজেই বুঝতে পারবেন যে, প্রেসিডেন্ট হিসেবে তিনি যদি কোনো যুদ্ধ শুরুর চেষ্টা করেন তাহলে তিনি ক্ষমতাচ্যুত হবেন এবেং দ্বিতীয় দফা ক্ষমতায় আসা সম্ভব হবে না।

বেনেট বলেন, সৌদি আরবে সেনা পাঠিয়ে মূলত আমেরিকা সৌদি আরবের বিশাল তেল সম্পদ নিয়ন্ত্রণ করতে চায়। সৌদি আরবের তেল সম্পদ থাকা পর্যন্ত দেশটির সঙ্গে আমেরিকা ‘সামরিকভাবে বৈবাহিক সম্পর্ক’ অব্যাহত রাখবে তবে এতে তার নিজের মৃত্যু ডেকে আনবে।

প্রেসিডেন্ট ট্র্রাম্প সৌদি আরবে কয়েকশ সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন বলে খবর বের হয়েছে। এছাড়া, বিভিন্ন দেশের সমন্বয়ে সামরিক জোট গড়ে তোলার চেষ্টা করছেন। সেনা মোতায়েনের বিষয়টি সৌদি রাজা অনুমোদন দিলেও সামরিক জোটে যোগ দেয়ার বিষয়ে প্রাচ্য ও পাশ্চাত্যের তেমন কোনো মিত্র দেশ আগ্রহ দেখায় নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে