মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯, ০৯:২৩:৫৪

সীমান্তে ভারী যুদ্ধাস্ত্রবাহী বিমান ও ট্যাংক মোতায়েন পাকিস্তানের, বাড়ছে যুদ্ধেরও আতঙ্ক

সীমান্তে ভারী যুদ্ধাস্ত্রবাহী বিমান ও ট্যাংক মোতায়েন পাকিস্তানের, বাড়ছে যুদ্ধেরও আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মীর ইস্যু নিয়ে উত্তাল ভারত-পাকিস্তান। দু’দেশের সম্পর্ক তলানিতে গিয়ে ঠেকেছে। আর এই সম্পর্কের টানাপোড়েন বাড়িয়ে দিয়ে অতিরিক্ত সেনার পাশাপাশি ভারী যুদ্ধাস্ত্রবাহী বিমান ও কপ্টারে করে সীমান্তে ট্যাংক মোতায়েন করছে পাকিস্তান। যুদ্ধের আশঙ্কা উসকে নিয়ন্ত্রণরেখা বরাবর যুদ্ধবিমানও মোতায়েন করছে ইমরান খানের দেশ। লাদাখ লাগোয়া স্কারদু বিমান বাহিনীর ঘাঁটিতে চীন নির্মিত জেএফ-১৭ ফাইটার জেট পাঠাচ্ছে পাকিস্তানি সেনারা।

ভারতীয় গণমাধ্যম বলছে, কাশ্মীরের লাদাখ সীমান্ত লাগোয়া পাকিস্তানের সেনঘাঁটিগুলোতে সক্রিয়তা উদ্বেগজনকভাবে বেড়ে গিয়েছে। গত শনিবার থেকেই স্কারদু বিমানঘাঁটিতে একাধিকবার অবতরণ করেছে পাকিস্তানি বিমান বাহিনীর সি-১৩০ পণ্য পরিবহণকারী বিমান। ভারতের সঙ্গে ‘ফরওয়ার্ড বেস’গুলোতে যুদ্ধের জন্য রসদ মজুত করছে পাকিস্তানি সেনারা। ওই ঘাঁটিগুলো থেকে বড়সড় বিমান হামলা চালানোর জন্য প্রস্তুতি নিচ্ছে পাকিস্তানি বিমান বাহিনী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে