মঙ্গলবার, ১৩ আগস্ট, ২০১৯, ০৭:৩০:০৫

৩৭০ ধারা বাতিল প্রক্রিয়া সম্পূর্ণ সংবিধানবিরোধী : প্রিয়াঙ্কা গান্ধী

৩৭০ ধারা বাতিল প্রক্রিয়া সম্পূর্ণ সংবিধানবিরোধী : প্রিয়াঙ্কা গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক : জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার নিয়ে আন্তর্জাতিক চাপানউতোরের পাশাপাশি মোদি সরকারকে নিশানা করছে বিরোধীপক্ষও। 

আজ জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্য পাল মালিকের সঙ্গে এক তরফা ট্যুইটার বাকযুদ্ধ হয়েছে কংগ্রেসে সদ্য বিদায়ী সভাপতি রাহুল গান্ধীর।

এবার ৩৭০ প্রসঙ্গে মোদি সরকারকে নিশানা করলেন রাহুলের বোন প্রিয়াঙ্কা গান্ধী। যে প্রক্রিয়ায় ৩৭০ ধারা প্রত্যাহার করা হয়েছে তা সম্পূর্ণ সংবিধানবিরোধী। ৩৭০ ধারা প্রত্যাহার করার সিদ্ধান্ত সংবিধানের যাবতীয় নীতিবিরোধী। 

একটি রাজ্য বিষয়ে এহেন সিদ্ধান্ত নেওয়ার জন্য নির্দিষ্ট নিয়ম মানতে হয় যা এই ক্ষেত্রে কোনওভাবেই হয়নি, জানিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। 

পাশাপাশি কাশ্মীরে স্বাভাবিক পরিস্থিতি ফেরাতে সরকার সময় দিয়েছে ভারতের সুপ্রিম কোর্ট। ৩৭০ ধারা প্রত্যাহারের পর থেকেই কার্যত থমথমে কাশ্মির উপত্যকা, বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থাও। সূত্র : নিউজ ১৮

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে