বুধবার, ১৪ আগস্ট, ২০১৯, ০৪:৫৪:৩২

যে কারণে জাকির নায়েককে ভারতে পাঠাতে রাজি নয় ড. মাহাথির

যে কারণে জাকির নায়েককে ভারতে পাঠাতে রাজি নয় ড. মাহাথির

আন্তর্জাতিক ডেস্ক : ড. মাহাথির মোহাম্মদ বলেছেন, জাকির নায়েককে ভারতে পাঠালে তিনি হত্যার শিকার হতে পারেন। সেপাংয়ে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের ২১তম প্রতিষ্ঠা বার্ষিকীতে গতকাল মঙ্গলবার সাংবাদিকদের এ কথা বলেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। 

মাহাথির বলেন, আমরা যে সমস্যার মুখোমুখি হচ্ছি তা হলো, আমরা জাকির নায়েককে ফেরত পাঠাতে পারি না। কেননা তিনি হত্যার ঝুঁকির মধ্যে আছেন। তাই জাকির নায়েক আজ মালয়েশিয়াতে। তবে কোন দেশ যদি তাকে নিতে চায়, তারা নিতে পারে।’

এদিকে, জাকির নায়েকের উস্কা'নিমূলক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদের ঝড় উঠেছে মালয়েশিয়ায়। মালেশিয়ার ন্যাশানাল পেট্রিওটস অ্যাসোসিয়েশন জানিয়েছে, মালয়েশিয়দের উষ্কা'নি দেওয়া বন্ধ করুক জাকির নায়েক। 

সম্প্রতি মালয়েশিয়ার কোটা বারুতে ভারতের মুসলমানদের সঙ্গে মালয়েশিয়ার হিন্দুদের পরিস্থিতির তুলনা করেন জাকির নায়েক। তিনি বলেন, "ভারতে মুসলমানরদের তুলনায় মালয়েশিয়ায় হিন্দুরা দ্বিগুণ সুযোগ-সুবিধা পেয়ে থাকে।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে