বুধবার, ১৪ আগস্ট, ২০১৯, ০৫:০৩:০৪

নৌপথে বড় হাম'লার আশ'ঙ্কা, মুম্বাইয়ের উপকূলে হাই অ্যালা'র্ট

নৌপথে বড় হাম'লার আশ'ঙ্কা, মুম্বাইয়ের উপকূলে হাই অ্যালা'র্ট

আন্তর্জাতিক ডেস্ক : আগামীকাল ১৫ আগস্ট ভারতের স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসের প্রাক্কালে হাই অ্যালার্ট জারি করা হল দেশটির বানিজ্যিক রাজধানী খ্যাত অন্যতম প্রধান শহর মুম্বাইয়ের উপকূলে। 

২৬/১১'র ধাঁচে নৌপথে সন্ত্রা'সবাদী হাম'লার আশঙ্কায় চূড়ান্ত সত'র্কতা নিয়েছে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী।  পূর্ব ও পশ্চিম উপকূলে কোনওরকম সন্দেহজনক গতিবিধি দেখলেও তত্‍‌ক্ষণাত্‍‌ খবর দেওয়ার জন্য বলা হয়েছে শহরের পুলিশকে। 

মুম্বাই পুলিশের এক কর্মকর্তা জানিয়েছেন, 'দেশে উত্তেজনার পরিবেশ থাকায় উপকূল দিয়ে হাম'লার আশঙ্কা বেড়েছে। সেই জন্য চূড়ান্ত সতর্কতা নেওয়া হচ্ছে।' 

আইসিজি'র নির্দেশ পেয়ে মুম্বাই পুলিশের বন্দর জোনের ডেপুটি কমিশনার রেশমী কারানদিকর জানান, রাতে সংবেদনশীল এলাকাগুলিতে প্যাট্রোলিং'র নির্দেশ দেওয়া হয়েছে। মুম্বাইয়ের ৭০টি তীরে যেখানে জাহাজ এসে ঢোকে, সেখানে জোরালো আলোর ব্যবস্থা করা হয়েছে। 

যাতে লুকিয়ে কেউ শহরে ঢুকতে না পারে। এছাড়া ওই এলাকাগুলিতে যাতে কোনো গাড়ি দাঁড়িয়ে না থাকে, তাও নিশ্চিত করতে বলা হয়েছে। পাশাপাশি প্রতিনিয়ত আবর্জনার স্তূপ সরিয়ে পরীক্ষা করে দেখা হচ্ছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে