রবিবার, ২৫ আগস্ট, ২০১৯, ১০:৩২:২৩

ইরানের ক্ষে'পণা'স্ত্র যুক্তরাষ্ট্রের চেয়ে ক্ষমতাসম্পন্ন'

ইরানের ক্ষে'পণা'স্ত্র যুক্তরাষ্ট্রের চেয়ে ক্ষমতাসম্পন্ন'

আন্তর্জাতিক ডেস্ক : তেহরানের উপ প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল কাসেম তাকিযাদে হুঁশিয়ারি দিয়েছেন, ইহুদিবাদী ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো কাপুরুষতা দেখালে ইরান তাদের বিরুদ্ধে কঠোর জবাব দেবে।

শনিবার তেহরানের ‘মালেক আশতার’ সামরিক শিল্প বিশ্ববিদ্যালয়ের এক অনুষ্ঠানে তিনি বলেন, ইরানে তৈরি ক্রুজ ক্ষে'পণা'স্ত্' যুক্তরাষ্ট্রে তৈরি একই ধরনের ক্ষে'পণাস্ত্রে'র তুলনায় অনেক বেশি নিখুঁতভাবে লক্ষ্যবস্তুতে আ'ঘাত হানে। 

ইরানের উপ প্রতিরক্ষামন্ত্রী আরও বলেন, তার দেশ বর্তমানে ট্যাংক বি'ধ্বংসী ক্ষে'পণা'স্ত্র তৈরির দিক দিয়ে বিশ্বের ছয়টি দেশের কাতারে শামিল হয়েছে। এছাড়া, অত্যাধুনিক ট্যাংক নির্মাণের দিক দিয়ে ইরান এখন বিশ্বের প্রধান চারটি দেশের একটিতে পরিণত হয়েছে। 

শত্রুর হু'মকির কথা বিবেচনা করে ইরান ১,৮০০ কিলোমিটার পর্যন্ত পাল্লার ব্যা'লিস্টিক ও ক্রু'জ ক্ষেপ'ণা'স্ত্র নির্মাণ করেছে। ইরানে তৈরি সামরিক বাহিনীর অন্যান্য যু'দ্ধাস্ত্রগু'লো যুক্তরাষ্ট্রে তৈরি যু'দ্ধাস্ত্রে'র চেয়ে শতকরা ২০ ভাগ বেশি নিখুঁত ও ধ্বং'স ক্ষমতাসম্পন্ন বলেও জানান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে