রবিবার, ২৫ আগস্ট, ২০১৯, ০৮:৩০:০১

অবরুদ্ধ কাশ্মীরের রাস্তায় বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছেন ভারতীয় সেনারা!

অবরুদ্ধ কাশ্মীরের রাস্তায় বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলছেন ভারতীয় সেনারা!

আন্তর্জাতিক ডেস্ক : সম্প্রতি ভারতের সংবিধান থেকে ৩৭০ ধারা বিলোপ করা হয়েছে। এরপর থেকেই অবরুদ্ধ হয়ে রয়েছে কাশ্মীর উপত্যকা। বন্ধ রয়েছে দোকান পাট, জনজীবনও কার্যত স্তব্ধ। পরিস্থিতির মোকাবিলায় সেখানে প্রচুর সেনা মোতায়েন করা হয়েছে। 

এই ধারা রদের পর কাশ্মীরিদের বিক্ষোভের ছবি উঠে আসে কয়েকটি আন্তর্জাতিক সংবাদমাধ্যমের ক্যামেরায়। উঠে আসে থমথমে পরিস্থিতিতে সেনা বাহিনীর টহলের ছবিও। সেই পরিস্থিতিতেই এক সেনাবাহিনীর এক সদস্যকে বাচ্চাদের সঙ্গে ক্রিকেট খেলতে দেখা গেল কাশ্মীরের রাস্তায়।

সর্বভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের সাংবাদিক শ্বেতা সিং নিজের টুইটার হ্যান্ডল থেকে শনিবার শেয়ার করেছেন একটি ভিডিও। ভিডিও কাশ্মীরের। সেখানে দেখা যাচ্ছে, এক সেনা জওয়ান ক্রিকেট খেলছেন কাশ্মীরের বাচ্চাদের সঙ্গে। ওই সেনা জওয়ান বল করছেন, আর বাচ্চারা করছে ব্যাট।

সেই ভিডিওতে দেখা যাচ্ছে, দোকানপাট সব বন্ধ। রাস্তাঘাটেও গাড়ি চলাচল যেমন করছে না, তেমন লোকজনের যাতায়াতও খুবই কম। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করতেই ভাইরাল হয়েছে। দশ হাজারেরও বেশি রিটুইটের পাশাপাশি প্রায় সাড়ে তিন লক্ষ ইউজার দেখে ফেলেছেন ওই ভিডিও। 

ভিডিওটি দেখে কাশ্মীরের পরিস্থিতি নিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন নেটিজেনদের একাংশ। তবে ফাঁকা রাস্তাঘাটের মধ্যে যে পরিবেশে খেলা চলছে তাকে কতটা স্বাভাবিক বলা যাবে তা নিয়েও প্রশ্ন তুলেছেন কেউ কেউ। সূত্র : আনন্দবাজার 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে