রবিবার, ২৫ আগস্ট, ২০১৯, ০৯:৫০:৪২

আমিরাতের পর নরেন্দ্র মোদিকে 'কিং হামাদ রেনেসাঁ' সন্মানে ভূষিত করলো বাহরাইন

আমিরাতের পর নরেন্দ্র মোদিকে 'কিং হামাদ রেনেসাঁ' সন্মানে ভূষিত করলো বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ’ পুরষ্কারে ভূষিত করেছে বাহরাইন। মোদিকে এ সম্মাননা দেন বাহরাইনের বাদশা। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও ফ্রান্স সফরে রয়েছেন মোদি। 

তিনি বাহরাইনের বাদশার কাছ থেকে পুরস্কার গ্রহণ করে বলেন, দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ পুরস্কার পেয়ে আমি নিজেকে খুবই সৌভাগ্যবান ও সম্মানীত বোধ করছি। আমাকে ও আমার দেশকে বন্ধুত দেখানোর জন্য আমি সমানভাবে সম্মানীত। 

১৩০ কোটি ভারতীয়ের পক্ষ থেকে এই অভিজাত সম্মান আমি আন্তরিকতার সঙ্গে গ্রহণ করছি। উল্লেখ্য, একই দিন শনিবার নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ সম্মাননা দেয় সংযুক্ত আরব আমিরাত।

আল জাজিরার খবরে বলা হয়, সংযুক্ত আরব আমিরাত সফর শেষে নরেন্দ্র মোদি শনিবার বাহরাইনে যান। সেখানে তাকে ‘দ্য কিং হামাদ অর্ডার অব দ্য রেনেসাঁ’ সম্মাননা প্রদান করেন বাহরাইনের বাদশাহ হামাদ বিন ইসা আল খলিফা।

বাইরাইনের বাদশা দ্বিতীয় হামাদ ২০০৮ সালের ১৭ই এপ্রিল এ পুরস্কার চালু করেন। জাতি গঠনে অগ্রণী ভূমিকা পালনের স্বীকৃতি হিসেবে এ পদক দেয়া হয়। 

এর আগে লোকসভা নির্বাচনের পর প্রথমবারের মতো আরব আমিরাত সফরে গেলে রাজধানীর প্রেসিডেন্ট প্রাসাদে পুরস্কৃত করা হয়েছে নরেন্দ্র মোদিকে। তাকে দেশটির সর্বোচ্চ বেসামরিক সম্মাননায় ভূষিত করা হয়েছে।

কাশ্মীরে বেসামরিক নাগরিকদের ওপর ভারতীয় সরকারের নিপীড়নে এই চূড়ান্ত সময়েও মোদিকে তুষ্ট করতে আরব আমিরাতের ভূমিকার নিন্দা জানিয়েছেন পাকিস্তান।

মোদিকে অর্ডার অব জায়েদ মেডেল দিয়েছেন আমিরাতের সিংহাসনের উত্তরসূরি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। দুই দেশের সম্পর্ককে আরও জোরদার করাতে শনিবার আরব আমিরাত সফরে গিয়েছিলেন মোদি। এসময় শেখ মোহাম্মদ বিন জায়েদ নিজেই মোদির গলায় মেডেল পরিয়ে দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে