বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯, ০১:৩৯:১২

জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তান-চীনের যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করলো ভারত

জম্মু-কাশ্মীর নিয়ে পাকিস্তান-চীনের যৌথ বিবৃতি প্রত্যাখ্যান করলো ভারত

আন্তর্জাতিক ডেস্ক : ‘জম্মু-কাশ্মীরকে ইতিহাস থেকে বাদ দেওয়া হয়েছে।’ জম্মু-কাশ্মীর প্রসঙ্গে রোববার জারি হওয়া পাকিস্তান ও চীনের এই যৌথ বিবৃতিকে মঙ্গলবার প্রত্যাখ্যান করলো ভারত।

চীনের বিদেশমন্ত্রী ওয়াই ই-র দুই দিনের পাকিস্তান সফর শেষে এক যৌথ বিবৃতি জারি করা হয় পাকিস্তান ও চীনের পক্ষ থেকে। এই বিবৃতিতে বলা হয়, কাশ্মীরকে ইতিহাস থেকে বাদ দেওয়া হয়েছে। কাশ্মীর সমস্যা জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব বিবেচনা করে শান্তিপূর্ণভাবে সমাধান করা উচিত এবং দ্বিপাক্ষিক চুক্তি করা উচিত।

ভারতের বিদেশ মন্ত্রনালয়ের মুখপাত্র রবীশ কুমার এই বিবৃতির বিরোধিতা করে পরিষ্কার বলেন, ‘এই বিবৃতিতে জম্মু-কাশ্মীরের প্রসঙ্গ অবান্তর। আমরা এই বিবৃতি প্রত্যাখ্যান করছি। জম্মু-কাশ্মীর প্রশ্নাতীত ভাবে ভারতের অবিচ্ছিন্ন অংশ।’

শুধু এই মন্তব্যে বিরোধিতাই নয়, রবীশ কুমারের বক্তব্যে এদিন উঠে আসে ‘চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের’ প্রসঙ্গও। রবীশের দাবি, এই করিডর আসলে ভারতীয় ভূখণ্ডের অংশ। ১৯৪৭ সাল থেকে এই ভূখণ্ড অবৈধ ভাবে দখল করে রেখেছে পাকিস্তান।

৩৭০ ধারা রদের সিদ্ধান্তকে কেন্দ্র করেই ভারত-পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হয়েছেন পাকিস্তান ভারতীয় হাই কমিশনার অজয় বিসরিয়াকে ফেরত পাঠিয়েছে, ছিন্ন করেছে সমস্ত বাণিজ্যিক যোগাযোগ। এখানেই শেষ নয় চীনের সঙ্গে একযোগে আন্তর্জাতিক মঞ্চের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টাও করা হয়েছে ইসলামাবাদের তরফে। 

তবে সেখানে খুব একটা সুবিধে আদায় করতে পারেনি তারা। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলাতে রাজি হয়নি কোনও পক্ষই। তবে এই আবহেই বেজিং-ইসলামাবাদের সখ্য ক্রমেই নতুন মাত্রা নিয়েছে। চীনের বিদেশ মন্ত্রীর সফরের পরে জোর দেওয়া হয় দক্ষিণ-পূর্ব এশিয়ার উন্নয়নে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে