বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৩৮:২০

ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের কোনো অপতৎপরতা সফল হবে না : সৌদি

ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের কোনো অপতৎপরতা সফল হবে না : সৌদি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু আগামী নির্বাচনে বিজয়ী হলে জর্ডানের উপত্যকা দখলের যে হু'মকি দিয়েছেন তার প্রতিবাদ জানিয়েছে সৌদি আরব।

সৌদি আরব বলছে, বেনিয়ামিন নেতানিয়াহুর এমন ঘোষণা ফিলিস্তিনি জনগণের অধিকার খর্ব এবং জাতিসংঘের নীতিমালার স্পষ্ট লংঘন। একই সঙ্গে নেতানিয়াহুর ওই ঘোষণার তীব্র নিন্দা জানিয়ে তা প্রত্যাখ্যান করেছে সৌদি সরকার।

সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ বুধবার এ খবর দিয়েছে।
বুধবার সৌদি কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের অধিকার খর্ব হয় এমন কোনো বিষয় মেনে নেয়া হবে না। ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের কোনো অপতৎ'পরতা সফল হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে