বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৪৪:৩১

নেতানিয়াহু মঞ্চ ছেড়ে পালানোর পরই গাজায় ইজরায়েলের বিমান হা'মলা শুরু

নেতানিয়াহু মঞ্চ ছেড়ে পালানোর পরই গাজায় ইজরায়েলের বিমান হা'মলা শুরু

আন্তর্জাতিক ডেস্ক : রকেট হামলার সাইরেন শুনে প্রধানমন্ত্রী নেতানিয়াহু নির্বাচনী প্রচার মঞ্চ ছেড়ে পালান। তারপরই অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হা'মলা চালিয়েছে ইসরাইল। খবর টাইমস অব ইসরায়েল-এর।

হামাসের অ'স্ত্র উৎপাদন কারখানা ও একটি নৌ স্থাপনাসহ অন্তত ১৫টি লক্ষ্যবস্তুতে হা'মলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইসরায়েলী বিমানবাহিনী। তবে হা'মলায় হ'তাহ'তের কোন খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। 

এর আগে মঙ্গলবার রাতে ইসরায়েলের বন্দরনগরী আশদোদে ১৭ সেপ্টেম্বর অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনের প্রচারের জন্য আয়োজিত একটি সমাবেশে ভাষণ দিতে এসেছিলেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ক্ষমতাসীন লিকুদ পার্টি ওই সমাবেশের আয়োজন করে। ভাষণে নেতানিয়াহু নির্বাচনে ফের জয় পেলে অধিকৃত পশ্চিম তীরের একটি অংশ ইসরাইলের অন্তর্ভুক্ত করে নেওয়ার একটি পরিকল্পনা ঘোষণা করেন। এ ঘোষণার কিছুক্ষণ বাদেই রকেট হা'মলা হয়।

রকেট হা'মলার সাইরেন বেজে ওঠার সঙ্গে সঙ্গে নেতানিয়াহুর দেহরক্ষীরা নিরাপত্তা ব্যূহ তৈরি করে তাকে দ্রুত মঞ্চ থেকে সরিয়ে নেন। মঞ্চ থেকে নামার সময় সমাবেশে উপস্থিত লোকজনের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা নীরবে চলে যান।' 

এর কয়েক মিনিট পর মঞ্চে ফিরে নেতানিয়াহু ফের ভাষণ শুরু করেন। অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে রকেট হা'মলার পর থেকে দক্ষিণাঞ্চলের শহরটিতে আ'ত'ঙ্ক ছড়িয়ে পড়ে। এদিকে আশদোদ ও পার্শ্ববর্তী আশকেলনে ক্ষে'পণা'স্ত্র প্রতির'ক্ষাব্যবস্থা আয়রন ডোম দিয়ে দুটি রকেট গু'লি করে ভূপতিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। 

নেতানিয়াহুর মঞ্চ ছাড়ার ঘটনাটি সরাসরি ভিডিওতে প্রচার করা হয়। প্রধানমন্ত্রী মঞ্চ ছাড়তে বাধ্য হচ্ছেন, দেখার পর তার রাজনৈতিক বিরোধীরা দক্ষিণ ইসরাইলে সীমান্তের বিপরীত পাশ থেকে রকেট হা'মলা ঠেকাতে নেতানিয়াহু যথেষ্ট পদক্ষেপ নেননি বলে সমালোচনা শুরু করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে