বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫৬:৪০

ভারতীয় সেনাদের চোখে ধুলো দিয়ে কাশ্মীরে ঢুকে পড়েছে ৪০ জঙ্গি

ভারতীয় সেনাদের চোখে ধুলো দিয়ে কাশ্মীরে ঢুকে পড়েছে ৪০ জঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক : ভারতীয় সীমান্তরক্ষীদের চোখে ধুলো দিয়ে জম্মু-কাশ্মীরে ঢুকে পড়েছে অনন্ত ৪০ জনের একটি জ'ঙ্গি গ্রুপ। ভারতীয় নিরাপত্তাসংস্থার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে টিভি।

জম্মু-কাশ্মীর পুলিশের সাধারণ পরিচালক দিলবাগ সিং বলেন, সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার পাকিস্তান সীমান্ত থেকে লাইন অব কন্ট্রোলসহ কয়েকটি সীমান্ত থেকে জ'ঙ্গিদের অনুপ্রবেশের তৎপরতা লক্ষ্য করে ভারতীয় নিরাপত্তাসংস্থা।

বেশির ভাগ তৎপরতা ঠেকাতে সক্ষম হয়েছে তারা। তবে বেশ কিছু জ'ঙ্গি সীমান্তরক্ষীদের ফাঁকি দিয়ে ভেতরে ঢুকে পড়েছে। পাকিস্তান সরকার এ সব জ'ঙ্গিদের ভারতে প্রবেশে সাহায্য করছে বলে অভিযোগ করেন পুলিশের একজন কর্মকর্তা।

পুলিশ ও অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মকর্তারা বলছেন, ‘কাশ্মীরে অস্থিরতা তৈরির জন্য তাদের এদেশে পাঠানো হচ্ছে। দেশে প্রবেশ করেই তারা ছড়িয়ে ছিটিয়ে পড়ছে। এমনকি তাদের নিজেদের মধ্যেও তারা যোগাযোগ কম করছে। একারণে ঢুকে পড়ার পর তাদের চিহ্নিত করা কষ্টসাধ্য হয়ে পড়ছে।'

জ'ঙ্গিদের এ ধরনের তৎপরতা দেশের জন্য অশ'নিসং'কেত বলে মন্তব্য করেছে ভারতীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা। গত সপ্তাহে খালিদ ও নাজিম নামে দুইজন পাকিস্তানিকে কাশ্মীরের মুজাফফরাবাদে গুলমার্গ রেঞ্জ থেকে গ্রেপ্তার করে নিরাপত্তারক্ষীরা। 

দুজনই সীমান্ত পার হওয়ার চেষ্টা করছিলেন। জ'ঙ্গি অনুপ্রবেশের খবর নিশ্চিত হওয়ার পর থেকে গুলমার্গ রেঞ্জে বাড়তি সেনা মোতায়েন করেছে ভারতীয় সীমান্ত রক্ষাকারী বাহিনী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে