বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০২:৫৬:৩০

‘ওম’ বা ‘গরু’ শুনলে অনেকে মুখ ফেরান, এটা দুর্ভাগ্যজনক: মোদী

‘ওম’ বা ‘গরু’ শুনলে অনেকে মুখ ফেরান, এটা দুর্ভাগ্যজনক: মোদী

আন্তর্জাতিক ডেস্ক : ‘ওম’ বা ‘গরু’ শুনলে অনেকে মুখ ফেরান, এটা দুর্ভাগ্যজনক বললেন মোদী। ধুঁকছে জিডিপি। দেশের আর্থিক বৃদ্ধির গতি নিম্নগামী। উৎপাদন শিল্প, কৃষি-সহ নানা ক্ষেত্রে দেশের অর্থনীতির হাল নিয়ে প্রশ্ন তুলছেন অর্থনীতিবিদরা। এই টানাপড়েনের মধ্যে সরাসরি তা নিয়ে কথা না বলে, গ্রামীণ অর্থনীতি নিয়ে ভিন্ন বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মথুরায় একটি সরকারি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে তিনি বলেন, ‘‘গরু বা ওম শব্দ শুনলেই কিছু মানুষের চুল খাড়া হয়ে যায়। তাঁরা মনে করেন, দেশ বোধহয় ষোড়শ শতকে ফিরে গেল। গবাদি পশু ছাড়া কি গ্রামীণ অর্থনীতির কথা ভাবা যায়!’’

বুধবার মথুরায় জাতীয় পশু রোগ নিয়ন্ত্রণ প্রকল্প (এনএডিসিপি)-এর উদ্বোধন করেন নরেন্দ্র মোদী। এ ছাড়াও এ দিন কৃষকদের জন্য আরও কয়েকটি প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। মোদী বলেন, ‘‘ভারতীয় অর্থনীতির দিক থেকে পরিবেশ ও প্রাণিকুল সব সময়েই গুরুত্বপূর্ণ। কেবল মাত্র প্রকৃতি ও অর্থনৈতিক উন্নতির মধ্যে ভারসাম্য বজায় রাখতে পারলেই আমরা শক্তিশালী হয়ে উঠতে পারি।’’

এ দিন নয়া ওই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। নতুন এই প্রকল্পের মাধ্যমে ১২ হাজার ৬৫২ কোটি টাকা বিনিয়োগ করা হবে। ২০২৪ সাল পর্যন্ত নিখরচায় ৫০ কোটি গবাদি পশুর টিকাকরণ করা হবে। পশুদের বিভিন্ন রোগ থেকে মুক্তি দিতেই এই প্রকল্প শুরু করা হয়েছে। এ দিন কৃষকদের সঙ্গেও আলাদা করে কথা বলেন প্রধানমন্ত্রী।-আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে