বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:১৪:০৪

গাছের চারা খাওয়ার অভিযোগে দুই ছাগলকে গ্রেফতার করলো পুলিশ!

গাছের চারা খাওয়ার অভিযোগে দুই ছাগলকে গ্রেফতার করলো পুলিশ!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের তেলঙ্গানার করিমনগর জেলার হুজুরাবাদ শহর। সেখানকার পুলিশ গত মঙ্গলবার 'গ্রেফতার' করেছে দুটি ছাগলকে। 'তেলঙ্গানাকু হরিতা হারাম' প্রকল্পে লাগানো গাছের চারা খেয়ে নিয়েছে ওই দুই ছাগল।

সেই অভিযোগে গ্রেফতার করা হয় তাদের। তাদের পালক এক হাজার টাকা জরিমানা দেওয়ার পর ছেড়ে দেওয়া হয় ওই ছাগল দুটিকে। 'সেভ দ্য ট্রিজ' নামের একটি স্বেচ্ছাসেবী সংস্থা হুজুরাবাদ পৌরসভা এলাকায় ৯৮০ গাছের চারা লাগিয়েছিল। 

অভিযোগ, তার মধ্যে প্রায় ২৫০ গাছ খেয়ে ফেলেছে ওই দু'টি ছাগল। ওই ছাগল দু'টি বেশ কিছুদিন ধরেই এই কাজ করে বেড়াচ্ছিল। তাদের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করেছিল ওই স্বেচ্ছাসেবী সংস্থা। মঙ্গলবার সেই চারা গাছ খাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত ওই দুই ছাগল।

এরপর থানায় ডেকে পাঠানো হয় ওই দুই ছাগলের পালক রাজাইয়াকে। এক হাজার জরিমানা দিয়ে তিনি ছাড়িয়ে নিয়ে যান নিজের পোষ্যদের। পুলিশ রাজাইয়াকে বলেছে, হয় ছাগলকে শহরের বাইরে ঘোরাতে নিয়ে যেতে বা ঘরেই তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে। সূত্র : আনন্দবাজার

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে