সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ১২:৫৩:২৫

সীমান্তে হা'মলা না চালাতে পাকিস্তানের প্রতি ভারতের অনুরোধ

সীমান্তে হা'মলা না চালাতে পাকিস্তানের প্রতি ভারতের অনুরোধ

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান চলতি বছর সীমান্তে ২ হাজার ৫০ বারের বেশি যু'দ্ধবিরতি ল'ঙ্ঘ'ন করে গো'লাব'র্ষণ করেছে। এতে ভারতের সেনাবাহিনীর সদস্য ও বেসামরিক অন্তত ২১ জনের প্রা'ণহা'নি ঘটেছে।

২০০৩ সালে স্বাক্ষরিত যু'দ্ধবি'র'তি চুক্তি মেনে চলার জন্য পাকিস্তানের প্রতি ভারত বারবার অনুরোধ জানালেও তা উপেক্ষা করেছে ইসলামাবাদ। রোববার ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের এক মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

শনিবার পাকিস্তান জাতিসংঘের এক বৈঠকে কাশ্মীর সঙ্কট তুলে ধরার পরদিন ভারত এই পরিসংখ্যান প্রকাশ করলো। জাতিসংঘের ওই বৈঠকে কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘন করছে বলে অভিযোগ করে পাকিস্তান। তবে ভারত পাকিস্তানের এই অভিযোগকে ভিত্তিহীন দাবি করে সীমান্তে যু'দ্ধবি'রতি ল'ঙ্ঘ'ন করে গো'লাব'র্ষণ ও সীমান্ত পেরিয়ে স'ন্ত্রা'সবাদ ব'ন্ধের আহ্বান জানিয়েছে।

বিজেপি সরকার বলছে, আমরা পাকিস্তানি বাহিনীর যু'দ্ধবি'রতি ল'ঙ্ঘ'ন, সী'মা'ন্ত পেরিয়ে পাক স'ন্ত্রা'সীদের অ'বৈ'ধ অনুপ্রবেশ ও ভারতীয় নিরাপত্তা চৌকি এবং বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হা'ম'লার ঘটনায় আমাদের উদ্বেগ তুলে ধরেছি।

ওই কর্মকর্তা বলেন, চলতি বছরে পাকিস্তান ২ হাজার ৫০ বারের বেশি যু'দ্ধবি'রতি ল'ঙ্ঘ'ন করেছে; এতে ২১ ভারতীয় প্রা'ণ হা'রি'য়েছেন। ২০০৩ সালের যু'দ্ধবি'রতি চু'ক্তি মেনে নিয়ন্ত্রণ রেখা ও আন্তর্জাতিক সীমানায় শান্তি এবং স্থিতিশীলতা বজায় রাখার জন্য আমরা বারবার পাকিস্তানের প্রতি আহ্বান জানিয়েছি। সূত্র : এনডিটিভি, ডন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে