সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০১৯, ০৯:১৯:২৯

সৌদি ইস্যুতে প্রতি'শো'ধ নিতে ইরানে হা'মলার পাঁয়তারা করছে যুক্তরাষ্ট্র!

সৌদি ইস্যুতে প্রতি'শো'ধ নিতে ইরানে হা'মলার পাঁয়তারা করছে যুক্তরাষ্ট্র!

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের দুটি তেলক্ষেত্রে ড্রোন হা'মলার প্রতি'শো'ধ নিতে ইরানে হামলার পাঁয়তারা করছে যুক্তরাষ্ট্র। ইয়েমেনের হুথি বি'দ্রো'হী গোষ্ঠী শনিবারের ওই হা'মলার দায় স্বীকার করলেও এজন্য তেহরানকে দায়ী করছে ওয়াশিংটন। খুব শিগগিরই এর প্র'তিশো'ধ নেয়া হবে বলে হু'মকি দিয়েছে দেশটি।

সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, সৌদি হা'মলার জবাব দিতে ‘পুরোপুরি প্রস্তুত’ রয়েছে মার্কিন বাহিনী। তেল স্থাপনায় হামলার পেছনে ইরানই দায়ী- এ দাবির পক্ষে ইতিমধ্যে তথ্য-প্রমাণও হাজির করেছে ট্রাম্প প্রশাসন।

উপগ্রহের ছবি ও গোয়েন্দা তথ্যকে সামনে এনেছে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েক কর্মকর্তা। তবে তেহরান ওই ড্রোন হা'ম'লায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে। সেই সঙ্গে ইরানে হা'ম'লার চেষ্টা হলে পারস্য উপসাগরে মোতায়েন মার্কিন রণতরীগুলো ডুবিয়ে দেয়ার হু'ম'কি দিয়েছে তেহরান।

বিশ্বের সর্ববৃহৎ তেল রফতানিকারক দেশের গুরুত্বপূর্ণ ওই দুটি প্ল্যান্টে হা'ম'লায় বৈশ্বিক তেল সরবরাহ পাঁচ শতাংশেরও বেশি হ্রা'স পেয়েছে। সোমবার থেকে তেলের বাজারও চড়া। তেলের দাম ১০ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।

এর মধ্যেই এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, ‘সৌদি আরবে বিশ্বের বৃহত্তম তেল স্থাপনা হা'মলার শি'কার হয়েছে। কে এই অপরাধী তা আমরা জানি; সেটি বিশ্বাস করার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। আমরা ‘লকড অ্যান্ড লোডেড’ অর্থাৎ সম্পূর্ণ প্রস্তুত। তবে সৌদি রাজতন্ত্র কি বিশ্বাস করে তা জানার প্রতীক্ষায় রয়েছি আমরা। সেই ভিত্তিতেই আমরা অগ্রসর হব।’ 

যুক্তরাষ্ট্র সামরিক ব্যবস্থা নেবে- এই টুইটকে তারই ইঙ্গিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। এই প্রথমবারের মতো মার্কিন প্রেসিডেন্ট ড্রোন হা'ম'লার বি'রু'দ্ধে সামরিক জবাব দেয়ার সরাসরি ইঙ্গিত দিলেন। এই ড্রোন হা'ম'লায় বিশ্বের বৃহত্তম তেল উৎপাদক সৌদি আরবের তেল উৎপাদন অর্ধেক হয়ে গেছে। 

বৃদ্ধি পেয়েছে তেলের মূল্য। বাধ্য হয়ে সৌদি আরব এবং যুক্তরাষ্ট্র উভয়েই নিজেদের রিজার্ভ খুলে দেয়ার ঘোষণা দিয়েছে। গত জুনে ইরানের বি'রু'দ্ধে প্রায় একই শব্দগুচ্ছ ব্যবহার করেছিলেন ট্রাম্প। তখন তিনি বলেছিলেন ইরানে হা'ম'লার জন্য ‘লকড অ্যান্ড লোডেড’ বা পূর্ণমাত্রায় প্রস্তুত ছিল তার দেশ। 

কিন্তু তিনি শত শত প্রা'ণ যাওয়ার শ'ঙ্কা'য় সে নির্দেশ দেননি। বিশ্বের বৃহত্তম তেল সরবরাহ স্থাপনাসহ একাধিক সৌদি তেল স্থাপনায় শনিবার ড্রোন হা'ম'লা চালায় ইয়েমেনের হুথি বি'দ্রো'হীরা। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও-এর দাবি, হুথিদের আড়ালে এই হা'ম'লা চালিয়েছে আসলে ইরান।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে