বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০১:০০:৫৩

পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে পারবেন না মোদি: মাহমুদ কোরেশি

পাকিস্তানের আকাশসীমায় ঢুকতে পারবেন না মোদি: মাহমুদ কোরেশি

আন্তর্জাতিক ডেস্ক: আকাশসীমা ব্যবহারের অনুমতি চেয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আবেদন প্রত্যাখ্যান করেছে পাকিস্তান।পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন এই খবর দিয়েছে।

খবরে বলা হয়, আগামী ২০ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী মোদি পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি চান। তবে কাশ্মীরে ভারতীয় আ'গ্রা'সনের প্রতি'বাদে পাকিস্তান তাতে সাড়া দেয়নি।

বুধবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কোরেশি এক ভিডিও বার্তায় বলেন, নরেন্দ্র মোদিকে পাকিস্তানের আকাশসীমা ব্যবহারের অনুমতি না দেয়ার সিদ্ধান্ত হয়েছে।তিনি বলেন, গত সপ্তাহে ভারতীয় কর্তৃপক্ষ একটি আবেদন করেছে, তাতে আগামী ২০ সেপ্টেম্বর নরেন্দ্র মোদি পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে জার্মান যেতে চেয়েছেন এবং একইপথে ২৮ সেপ্টেম্বর ফেরার অনুমতি চাওয়া হয়েছে।

পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী বলেন, কাশ্মীরের সাম্প্রতিক পরি'স্থিতি ও ভারতের আচরণের পরিপ্রেক্ষিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ভারতের প্রধানমন্ত্রীকে আমাদের আকাশসীমা ব্যবহার করতে দেয়া হবে না। বিষয়টি ইতিমধ্যে আমরা ভারতীয় হাইকমিশনকে জানিয়ে দিয়েছি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে