বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০১৯, ০৬:৪৯:২১

মার্কিন-আফগান বাহিনীর ভুল হা'মলায় ৩০ জন কৃষকের মৃ'ত্যু

মার্কিন-আফগান বাহিনীর ভুল হা'মলায় ৩০ জন কৃষকের মৃ'ত্যু

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের নানগারহার প্রদেশে দেশটির নিরাপত্তাবাহিনীর ভুল হা'মলায় প্রা'ণ গেছে অন্তত ৩০ জন কৃষকের। আহ'ত হয়েছেন আরো ৪০ জন।

মার্কিন নিরাপত্তাবাহিনীর সহায়তায় জ'ঙ্গিগো'ষ্ঠী আই'এসের ঘাঁ'টি লক্ষ্য করে হা'মলা চালাতে গিয়ে ভুল টা'র্গে'টে একটি কৃষি খামারে আ'ঘা'ত হা'নে আফগান নিরাপত্তা বাহিনী। 

এছাড়া জাবুল প্রদেশে জঙ্গিগোষ্ঠী তালেবানের পৃথক একটি আ'ত্মঘা'তী গাড়িবো'মা হা'ম'লায় আরো ২০ জনের প্রা'ণহা'নি ঘটেছে। এ নিয়ে একদিনে দেশটিতে পৃথক দুই হা'ম'লায় প্রা'ণ গেল ৫০ জনের।
 
দেশটির সরকারি তিন কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে বলেছেন, নানগারহার প্রদেশের খোগিয়ানি চেলার ওয়াজির ট্যাঙ্গির একটি কৃষি খামার ভুল টা'র্গেট হয়েছে। জ'ঙ্গিগো'ষ্ঠী ইসলামিক স্টে'টের (আ'ইএ'স) গো'পন আ'স্তানায় হা'মলা চালাতে গিয়ে ভুলেই কৃষিক্ষেত্রে হা'মলা হয়। এতে হ'তাহ'ত হয়েছেন ৭০ জন।

নানগারহার প্রদেশের পূর্বাঞ্চলের প্রাদেশিক পরিষদের সদস্য সোহরাব কাদেরি বলেন, একটি পাইন বাদাম ক্ষেত্রে ড্রো'ন হা'মলায় ৩০ কৃষকের প্রা'ণহা'নি ও ৪০ জন আহ'ত হয়েছেন। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এই হা'মলার তথ্য নিশ্চিত করলেও হা'মলায় হ'তাহ'তের তথ্য জানাতে অস্বীকার করেছে।

প্রাদেশিক কর্মকর্তা আয়াতুল্লাহ খোগিয়ানি বলেন, এ ঘটনায় সরকার তদন্ত শুরু করেছে। পাইন বাদাম ক্ষেত্র থেকে এখন পর্যন্ত ৯ জনের ম'রদে'হ উদ্ধার করা হয়েছে। তবে এই হা'মলার ব্যাপারে তাৎক্ষণিকভাবে মার্কিন নিরাপত্তাবাহিনীর কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে