রবিবার, ২২ সেপ্টেম্বর, ২০১৯, ১২:১৮:০৮

দ্বিতীয় দিনের মতো উত্তাল মিসর, নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রেসিডেন্ট সিসি

দ্বিতীয় দিনের মতো উত্তাল মিসর, নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রেসিডেন্ট সিসি

আন্তর্জাতিক ডেস্ক : দ্বিতীয় দিনের মতো উত্তাল মিসর, নিরাপদ আশ্রয়ের খোঁজে প্রেসিডেন্ট সিসি। প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল-সিসির পদত্যাগ দাবিতে মিসরের রাজধানী কায়রোর তাহরির স্কয়ারে অবস্থান করছেন দেশটির হাজারো নাগরিক। ২০১৪ সালে প্রেসিডেন্ট ক্ষমতায় আসার পর শুক্রবার প্রথমবারের মতো সরকার পতনের জন্য বিক্ষোভ হলো। বিবিসি, এএফপি, আল জাজিরা

প্রেসিডেন্ট সিসির সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আন্দোলন শুরু করেছে মিসরের জনগণ। ২০১১ সালে মিশর বিদ্রোহের প্রাণকেন্দ্র ছিল তাহরির স্কয়ার। এখানে তাই কাল লোক সমাগম হয়েছে বেশি। বিক্ষোভকারীরা দেশের অন্যান্য অংশেও আন্দোলন চালিয়ে যাচ্ছেন। জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।এ আন্দোলনের জের ধরে এ পর্যন্ত অন্তত পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মিসরীয় ব্যবসায়ী ও অভিনেতা মোহাম্মদ আলী দেশটির নেতাদের বিরুদ্ধে বিলাসবহুল বাড়ি এবং হোটেলে লাখ লাখ টাকা অপচয় করার অভিযোগ এনে অনলাইনে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেন। লাখ লাখ মিসরীয় নাগরিক দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। দেশটি সাম্প্রতিক বছরগুলোতে অর্থনৈতিক মিতব্যয়িতার নীতি অনুসরণ করছে।

এসব অভিযোগকে ‘মিথ্যা এবং বানোয়াট’ বলে উড়িয়ে দিয়েছেন সেনাপ্রধান জেনারেল আবদুল ফাত্তাহ আল-সিসি। ২০১৩ সালে মোহাম্মদ মুরসির কাছ থেকে ক্ষমতা কেড়ে নেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে