সোমবার, ০৭ অক্টোবর, ২০১৯, ০৩:৫৩:১০

ক্লাসরুমে শিক্ষার্থীদের সামনে ধুমপান করছেন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক!

ক্লাসরুমে শিক্ষার্থীদের সামনে ধুমপান করছেন প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষক!

আন্তর্জাতিক ডেস্ক- ভারতের উত্তর প্রদেশের সীতাপুর প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্লাসরুমে ধূমপান করার ভিডিও ছড়িয়ে পড়ায় শনিবার তাকে বহিষ্কার করা হয়।

এই ভিডিওতে দেখা যায় ক্লাসরুম ভর্তি প্রাথমিকের শিক্ষার্থীদের সামনে ওই শিক্ষক বিড়ি জ্বালানোর চেষ্টা করছেন।

এ ব্যাপারে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার অজয় কুমার এএনআইকে জানান, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ধূমপানের ভিডিওটি ভাইরাল হয়ে যাওয়ার পর আমি বিভাগীয় শিক্ষা কর্মকর্তাদের ওই স্কুলে পাঠাই। তারা ওই শিক্ষকের পরিচয় নিশ্চিত করলে, আমি তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিই’।

তিনি আরও বলেন, যেহেতু শিক্ষার্থীদের ওপর শিক্ষকের প্রভাব অপরিসীম, তাই তাদের উচিত ধূমপান থেকে বিরত থাকা। আর ক্লাসরুমের ভেতরে ধূমপানের ঘটনা তো কোনোভাবেই সমর্থন করা যায় না। ভবিষ্যতে এ ধরণের কর্মকান্ডে আরও কঠোর শা'স্তির ব্যবস্থা করা হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে