সোমবার, ১৪ অক্টোবর, ২০১৯, ০৮:৩৩:১৮

খেলোয়াড় সেজে ৩১ জনকে অপহ'রণ করলো রাখাইন বিদ্রো'হীরা

খেলোয়াড় সেজে ৩১ জনকে অপহ'রণ করলো রাখাইন বিদ্রো'হীরা

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের রাখাইন রাজ্যে খেলোয়াড় সেজে একটি যাত্রীবাহী বাস অপহ'রণ করেছে রাখাইন বিদ্রো'হীরা। এসময় বাসটিতে ৩১ জন যাত্রী ছিল। অপহৃ'তদের মধ্যে বেশিরভাগই দেশটির ফায়ার সার্ভিসের কর্মচারী ও নির্মাণ শ্রমিক। মিয়ানমারের রাষ্ট্রায়ত্ত্ব সংবাদপত্র ‘গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার’ এ তথ্য দিয়েছে।

গ্লোবাল নিউ লাইট সূত্রে বলা হয়, ওই ৩১ জন যাত্রী বাসটিতে চড়ে রাখাইন রাজ্যের রাজধানী সিটওয়েতে যাচ্ছিলেন। যাত্রাপথে একটি জঙ্গলের পাশ দিয়ে অতিক্রম করার সময় হঠাৎ বেশ কয়েকজন খেলোয়াড়ি পোশাকধারী জঙ্গল থেকে বের হয়ে আসেন। তারা বাসের চালককে বাসটি থামানোর জন্য সংকেত দেন। বাসটি থামলে তারা হু'ড়মু'ড় করে উঠে সবার দিকে বন্দু'ক তা'ক করেন।

মিয়ানমার সেনাবাহিনীর কর্ণেল উইন যাও উ বলেন, ‘রোহিঙ্গা বিদ্রো'হীরা হয়তো ফায়ার সার্ভিসের লোকদের সেনাবাহিনীর লোক ভেবে এই কা'ণ্ড ঘটিয়েছে।’ একইসঙ্গে অপহ'রণকা'রীদের খুঁজে বের করার চেষ্টা চলছে বলে জানান বার্মিজ আর্মির এই কর্মকর্তা।

আরাকান আর্মির পক্ষ থেকে অবশ্য এখনও কোন বিবৃতি দেয়া হয়নি এই অপহ'রণের ব্যাপারে। মিয়ানমারে দীর্ঘদীন ধরে রাখাইন বৌদ্ধদের অধিকারের জন্য লড়া'ই করছে বিদ্রো'হী গ্রু'পটি। রাখাইন বিদ্রো'হীদের দম'নের জন্য পুরো দেশে হাজার হাজার সেনা মোতায়েন করে রেখেছে মিয়ানমার সরকার। মানবাধিকার সংস্থাগুলোর দাবি, বিদ্রো'হীদের দম'নের নামে প্রচুর নি'রপ'রাধ নাগরিককে আ'টক ও নির্যা'তন করছে দেশটির সেনাবাহিনী। অপরদিকে সেনাসদস্যরাও প্রায়ই বিদ্রো'হীদের হাম'লা ও অপহ'রনের শিকা'র হয়ে থাকেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে