বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯, ১২:২৫:০৯

সিরিয়া যু'দ্ধ: চ্যাম্পিয়ন হয়ে তুরস্ক সেনাবাহিনীকে স্যালুট দিলেন নারী বক্সার

সিরিয়া যু'দ্ধ: চ্যাম্পিয়ন হয়ে তুরস্ক সেনাবাহিনীকে স্যালুট দিলেন নারী বক্সার

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্ব নারী চ্যাম্পিয়নশিপে চীনের সঙ্গে বিজয়ী হয়ে তুরস্কের সেনাবাহিনীকে সমর্থন দিয়ে সামরিক স্যালুট দিয়েছেন তুর্কিশ নারী বক্সার বুসেনাজ সুরমেনেলি। খবর ইয়েনি শাফাকের।

রাশিয়ায় অনুষ্ঠিত ২০১৯ সালের নারী বক্সিং চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী হয় সুরমেনেলি। পরে তুরেস্ক ফিরে আসলে তাকে ট্র্যাবসন বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। ২১ বছর বয়সী এ নারী ক্রীড়াবিদ সিনিয়রদের মধ্যে এ প্রথমবারের মতো জয়ী হন।

সীমান্ত নিরাপদ ও স'ন্ত্রা'স দমনে উত্তর সিরিয়ায় কুর্দি যো'দ্ধাদের বি'রু'দ্ধে অপারেশন পিস স্পিং অভিযান চালু করেছে তুরস্ক সরকার। সীমান্ত নি'রা'প'দ, সিরিয়ার অখণ্ডতা ও সিরিয়ান শরণার্থীদের ফিরিয়ে দিতে চলতি মাসের ৯ অক্টোবর থেকে উত্তর সিরিয়ায় অপারেশন শুরু করেছে আঙ্কারা।

এর আগে মঙ্গলবার তুরস্কের জাতীয় ফুটবল দলের খেলোয়াড়রা ইস্তাম্বুলের আলবেনিয়ার বিপক্ষে উয়েফা ইউরো ২০২০ বাছাইপর্বের পাশাপাশি সেন্ট-ডেনিসে ফ্রান্সের বিপক্ষে ম্যাচের সময় সামরিক স্যালুট দিয়ে একটি গোল উদযাপন করেছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে