বুধবার, ০৬ নভেম্বর, ২০১৯, ০৪:৫৬:৩৯

প্রাণে বাঁচতে মেষপালকের বেশে ঘুরতেন বাগদাদি

প্রাণে বাঁচতে মেষপালকের বেশে ঘুরতেন বাগদাদি

আন্তর্জাতিক ডেস্ক : নিজের জীবনের শেষ দিনগুলোতে প্রতাপ ধরে রাখতে পারেনি জ'ঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)-এর নেতা আবু বকর আল-বাগদাদি। সারাক্ষণ শ'ত্রুপ'ক্ষের হাতে ধ'রা পড়ে যাওয়ার আ'ত'ঙ্ক তা'ড়া করে বেড়াত তাকে। 

সে কারণে মেষপালকের বেশে ঘুরে বেড়াতেন বাগদাদি। তার সন্দেহ ছিল, যে কোনো সময়, যে কোনো দিক থেকে আ'ক্র'ম'ণ হতে পারে। মানসিক অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছিল যে, একেবারে কাছের লোকদের প্রতিও বিশ্বাস হা'রি'য়ে গিয়েছিল তার। বাগদাদির সহযোগীরা জিজ্ঞাসাবাদে এ ধরনের তথ্য দিয়েছেন।

চলতি বছরের ২৬ অক্টোবর সিরিয়ার ইদলিব প্রদেশের বারিশা এলাকায় বাগদাদির আস্তানায় হা'ম'লা চালায় মার্কিন বাহিনীর অভিজ্ঞ ডেল্টা এবং ৭৫তম রেঞ্জার রেজিমেন্ট। হঠাৎ করেই চালানো হা'ম'লায় কো'ণঠা'সা হয়ে পড়েন বাগদাদি। 

তিন সন্তানকে নিয়ে একটি সুড়ঙ্গের মধ্যে আশ্রয় নেন। সেখানেই আ'ত্মঘা'তী জ্যাকেটের বোতাম টিপে তিন সন্তান ও নিজেকে উ'ড়ি'য়ে দেন তিনি। সেই সময় তার কয়েক জন অনুচরও ওই আস্তানায় ছিল। তাদের মধ্যে কয়েকজন মার্কিন সেনার সঙ্গে সং'ঘ'র্ষে মা'রা যায়। আবার আ'ত্মস'ম'র্প'ণও করে কয়েকজন।

আ'ত্ম'স'ম'র্প'ণকারী ওই আইএস জ'ঙ্গিরাই মার্কিন কর্মকর্তাদের বাগদাদির জীবনের শেষ দিনগুলির বর্ণনা দিয়েছেন। যা সংবাদ সংস্থা এপি সূত্রে সামনে এসেছে। জানা গেছে, মার্কিন যৌথ বাহিনীর লাগাতার হা'ম'লায় ক্র'ম'শ কো'ণঠা'সা হয়ে পড়েছিল আইএস। 

তাদের দ'খ'লে থাকা একাধিক এলাকাও একে একে হা'তছা'ড়া হচ্ছিল। সে কারণে নি'রাপ'ত্তাহী'নতা গ্রা'স করেছিল বাগদাদিকে। ইরাক সীমান্তে পূর্ব সিরিয়ার যেটুকু অংশ তাদের হাতে বেঁচেছিল, সেখানেই নি'রাপ'দ আশ্রয় খুঁজে বের করার জন্য ম'রি'য়া হয়ে উঠেছিলেন। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে