বুধবার, ০৬ নভেম্বর, ২০১৯, ০৬:৩৫:৪৮

কাশ্মীর উ'ত্তে'জনার মধ্যেই নতুন ক্ষে'প'ণা'স্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

কাশ্মীর উ'ত্তে'জনার মধ্যেই নতুন ক্ষে'প'ণা'স্ত্রের পরীক্ষা চালালো পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে কাশ্মীর নিয়ে চলমান উ'ত্তে'জ'নার মধ্যেই ক্ষে'প'ণা'স্ত্রের সফল পরীক্ষা চালালো পাকিস্তান। ভূমি থেকে সাগরে নি'ক্ষেপ'যোগ্য একতি ক্ষে'প'ণা'স্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে পাকিস্তান। 

আরব সাগরে এ পরীক্ষা চালিয়েছে ইসলামাবাদ। ক্ষে'প'ণা'স্ত্রটি নিঁ'খু'তভাবে ল'ক্ষ্যব'স্তুতে আ'ঘা'ত হে'নে'ছে বলে জানিয়েছেন দেশটির নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল মাহমুদ আব্বাসি।

ক্ষে'প'ণা'স্ত্রতির নির্মাণ কাজ থেকে শুরু করে সফল পরীক্ষা চালানো পর্যন্ত সব পর্যায় সুন্দরভাবে সম্পন্ন করার জন্য বিজ্ঞানী ও প্রকৌশলীসহ সকলকে ধন্যবাদ জানিয়েছেন নৌবাহিনীর প্রধান। 

এছাড়া, মাতৃভূমি র'ক্ষায় তার বাহিনী সর্বদা প্রস্তুত জানিয়ে মাহমুদ আব্বাসি বলেন, ‘নৌবাহিনী যে কোনো শ'ত্রুর বি'রু'দ্ধে সকল তৎপরতা মোকাবিলার ক্ষমতা রাখে।’

নৌবাহিনী প্রধান আরও জানান, নতুন ক্ষে'প'ণা'স্ত্রটি ৭০০ কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আ'ঘা'ত হা'ন'তে স'ক্ষ'ম এবং এটি সাগরে শ'ত্রুদের জাহাজ ধ্বং'সের লক্ষ্যেই তৈরি করা হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে