বৃহস্পতিবার, ০৭ নভেম্বর, ২০১৯, ০২:০৬:০৯

ভারতে বিষা'ক্ত গ্যাস ছেড়েছে পাকিস্তান!

ভারতে বিষা'ক্ত গ্যাস ছেড়েছে পাকিস্তান!

আন্তর্জাতিক ডেস্ক: ভ'য়াব'হ বায়ু দূষণের কব'লে পড়েছে ভারত। আর দিল্লির বায়ু দূষণের অবস্থা আরও সংক'টজনক।তবে, এই দূষণের জন্য পাকিস্তান ও চীনকে দায়ী করেছেন উত্তরপ্রদেশের বিজেপি নেতা বিনীত আগরওয়াল সারদার। তিনি বলেছেন, দিল্লির দূষণের জন্য দায়ী পাকিস্তান ও চীন।তারাই ভারতে বিষা'ক্ত গ্যাস ছেড়ে দিয়েছে । 

মেরঠে আয়োজিত এ জনসভায় তিনি এই দাবি করেন। বিনীত আগরওয়াল সারদার বলেছেন, এই যে বিষা'ক্ত হাওয়া ও গ্যাস আসছে, হতে পারে আমাদের আশপাশের যে দেশ আমাদের ভ'য় পায়, তারাই তা ছেড়েছে। আমার মনে হয় পাকিস্তান ও চীন আমাদের ভ'য় পায়। পাকিস্তানই কোনও বিষা'ক্ত গ্যাস ভারতে ছেড়েছে কি না, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা উচিত। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে