শুক্রবার, ০৮ নভেম্বর, ২০১৯, ১২:২০:৩১

জাপানের প্রধানমন্ত্রী আবেকে 'বেয়াকুব' বললো উত্তর কোরিয়া

জাপানের প্রধানমন্ত্রী আবেকে 'বেয়াকুব' বললো উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবেকে 'বেয়াকুব' হিসেবে আখ্যায়িত করেছে উত্তর কোরিয়া। আবেকে উত্তর কোরিয়া সফরের অনুমতি দেয়া হবে না বলেও দেশটি জানিয়ে দিয়েছে। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা কিসেএনএ আজ এসব মন্তব্য করেছে। 

এতে বলা হয়েছে, আবে'র পিয়ংইয়ংয়ে পা রাখার স্বপ্নও দেখা উচিত নয়। উত্তর কোরিয়ার অ'স্ত্র পরীক্ষা নিয়ে আবের স'মা'লো'চনার জবাবে এসব মন্তব্য করা হয়। উত্তর কোরিয়া গত ৩১ অক্টোবরেই ‘সুপার-লার্জ মা'ল্টিপ'ল রকেট লা'ঞ্চা'র’ পরীক্ষা করেছে। 

দেশটির নেতা কিম জং উন উপস্থিত থেকে সে উৎ'ক্ষে'পণ কার্যক্রম দেখেছেন। তবে জাপান দাবি করছে, উত্তর কোরিয়া সম্ভবত জাতিসংঘ নি'ষে'ধা'জ্ঞা উপেক্ষা করে ব্যা'লি'স্টি'ক ক্ষে'প'ণা'স্ত্র পরীক্ষা চালিয়েছে।

জাপান সরকারের বরাত দিয়ে কিয়োদো বার্তা সংস্থা জানিয়েছে, উত্তর কোরিয়ার ওই অ'স্ত্র পরীক্ষা নিয়ে এ সপ্তাহে এশিয়ান সম্মেলনে স'মা'লো'চনা করেন জাপানের প্রধানমন্ত্রী আবে।

একইসঙ্গে আবে বলেন, উত্তর কোরিয়ার জাপানি নাগরিক অ'প'হ'র'ণের বিষয়টির নি'ষ্প'ত্তি করতে তিনি নিঃশর্তে দেশটির নেতা কিম জং-উনের সঙ্গে সাক্ষাৎ করতে চান।

আর এরই প্রতিক্রিয়ায় জাপানের সঙ্গে সম্পর্ক বিষয়ক উত্তর কোরিয়ার রাষ্ট্রদূত সং ইল হো এক বিবৃতিতে বলেছেন, "আবে একজন 'বেয়াকুব'। তিনি উত্তর কোরিয়ার সুপার-লার্জ মাল্টিপল রকেট লা'ঞ্চা'র পরীক্ষা নিয়ে এমন হৈ চৈ শুরু করেছেন যেন মনে হচ্ছে জাপানের ওপর এ'ট'ম বো'মা পড়েছে।"

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে