মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯, ০৮:৪৬:২৬

মুসলিমরা পর নয়, আমাদের ডিএনএ ও রক্ত সব একই : রামদেব

মুসলিমরা পর নয়, আমাদের ডিএনএ ও রক্ত সব একই : রামদেব

আন্তর্জাতিক ডেস্ক : মুসলিমদের আমি পর মনে করি না। মুসলিমরা ধর্ম বদলে নিলেও তাদের পুর্বপুরুষ ও আমাদের পুর্বপুরুষ একই। আমাদের ডিএনএ, রক্ত সবই এক বলে মন্তব্য করেছেন যোগগুরু বাবা রামদেব।

'রিপাবলিক ভারত' এর এক সাক্ষাৎকারে তিনি বলেন, সে কারণে আমি মাওলানাদের বলবো- দাঙ্গা, ঝামেলা করার পরিবর্তে আমাদের একতার সূত্র খুঁজে বের করা উচিত।

মুসলিম নেতা আসাদউদ্দিন ওয়েইসিকে বি'ভা'জন সৃষ্টিকারী বলে দাবি করেন রামদেব। ওয়েইসিকে দেশ'দ্রো'হীও বলেন তিনি। অবশ্য দেশ'দ্রো'হী বলার কারণও ব্যাখ্যা করেন রামদেব। 

তিনি বলেন, আসাদউিদ্দিন ওয়েইসি দা'ঙ্গা লাগাতে মুসলিমদের উ'স'কা'নি দেয়। প্রায় দেড় ঘণ্টা ধরে অর্ণব গোস্বামী রামদেব বাবার ইন্টারভিউ নেন। রামদেবও স্টুডিওতে গিয়ে অর্ণব গোস্বামীর প্রশংসা করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে