বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ১২:১১:১৮

বিজেপিকে এক অর্থবর্ষে সাড়ে তিনশ কোটি টাকা দিয়েছে টাটা গ্রুপ

বিজেপিকে এক অর্থবর্ষে সাড়ে তিনশ কোটি টাকা দিয়েছে টাটা গ্রুপ

আন্তর্জাতিক ডেস্ক : ২০১৮-১৯ অর্থবর্ষে টাটা গোষ্ঠীর নিয়ন্ত্রিত ইলে'ক্টোরাল ট্রাস্ট থেকে তিনশ ৫৬ কোটি টাকা অনু'দান হিসেবে পেয়েছে ভারতের ক্ষমতাসীন বিজেপি। নির্বাচন কমিশনের কাছে দাখিল করা বিজেপির নথি থেকে এ তথ্য জানা গেছে৷

৩১ অক্টোবর নির্বাচন কমিশনকে দেওয়া বিজেপির তথ্য বলছে, এই দলটি মোট সাতশ কোটি টাকা অনু'দান হিসেবে পেয়েছে চেক অথবা অনলাইন পেমে'ন্টের মাধ্যমে ২০১৮-১৯ অর্থবর্ষে।মোট পাওয়া অনু'দানের অর্ধেক তিনশ ৫৬ কোটি টাকা এসেছে টাটা নিয়'ন্ত্রিত প্রগ্রে'সিভ ইলে'ক্টোরাল ট্রাস্ট থেকে। 

এই নথি অনুসারে ভারতের সবচেয়ে ধনী দ্য প্রু'ডেন্ট ইলে'ক্টোরাল ট্রা'স্ট পার্টিকে দিয়েছে ৫৪.২৫ কোটি টাকা। এই প্রু'ডেন্ট ইলে'ক্টোরাল ট্রা'স্ট-কে বড় বড় কর্পোরেট সংস্থা নিয়'ন্ত্রণ করত; যাদের মধ্যে রয়েছে – ভারতি গ্রুপ, হিরো মোটকর্প, জুবিলান্ট ফুডওয়ার্কস, ওরিয়েন্ট সিমেন্ট, ডিএলএফ, জেকে টায়ারস।

এসব তথ্যে রয়েছে চেক বা অনলাইন পে'মে'ন্টের মাধ্যমে পার্টির কাছ থেকে প্রাপ্ত ২০ হাজার টাকা ও তার উপরে অনু'দানে কথা। নির্বা'চনী বন্ড আকারে প্রাপ্ত অনু'দান ফাইলিং'য়ের অন্তর্ভুক্ত ছিল না। এই নথি জানাচ্ছে, বিজেপি ব্যক্তি, সংস্থার পাশাপাশি নির্বাচনী ট্রা'স্টের অনুদান পেয়েছিল।
 
নির্বা'চনী বিধি অনুসারে, রাজনৈতিক দলগুলো অর্থ বছরে প্রাপ্ত সমস্ত অনুদান প্রকাশ করার বা'ধ্যবাধ'কতা রয়েছে। বর্তমানে রাজনৈতিক দলগুলো জানাতে বা'ধ্য নয়, যদি কোনো ব্যক্তি বা সংগঠন ২০ হাজার টাকার কম অনুদান দেয় এভাবে ইলে'ক্টোরাল ব'ন্ডের মাধ্যমে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে