বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০১৯, ০৩:০৬:০২

১৯৬ যাত্রীসহ বিমানে আগুন

১৯৬ যাত্রীসহ বিমানে আগুন

আন্তর্জাতিক ডেস্ক : ১৯৬ জন যাত্রী ও ক্রু নিয়ে যাওয়ার সময় বিমানটি মিশরে অবতরণ করেছিল। ইউক্রেন থেকে আসা বিমানটি শর্ম এল-শেখ বিমানবন্দরে পৌঁছালে হঠাৎ করে বিমানের ল্যান্ডিং গিয়ারে আগুন ধরে যায়।

বুধবার এই দুর্ঘ'টনা ঘটে। বিমানটির ল্যান্ডিং গিয়ারে আগুন লাগার কিছুক্ষণ পরেই, বাম টায়ারটিতে আগুন ধরে যায়। বিমানবন্দরের সুর'ক্ষা ও উদ্ধা'রকর্মীরা দুর্ঘ'টনা কব'লিত বিমানটিতে ছু'টে আসার সঙ্গে সঙ্গে বিমানের পেছন দিক থেকে ঘন ধোঁয়া ছ'ড়িয়ে পড়ে।

প্রাথমিক তদন্ত প্রতিবেদনে ইঙ্গি'ত দেয়া হয়েছে, বিমানের টায়ারে পানিবাহী তেল লিক হওয়ার ফলে আগুনের সূত্রপাত হয়েছিল। দমকল কর্মীরা পরিস্থি'তি নিয়'ন্ত্রণে আনার প্রায় এক মিনিট আগে আগুন ধরেছিল। তবে মোট ১৮৯ জন যাত্রী এবং ক্রু-র সাত সদস্যর কেউই এই দুর্ঘ'টনায় আহ'ত হননি।


স্কাইইউপি এয়ারলাইন্সের বিমানের ক্যাপ্টেন বিমানবন্দরের ক্রুদের আগুন মোকা'বেলায় পেশাদারিত্বের জন্য বিশেষত আগুন নিভিয়ে দেওয়ার এবং যাত্রীদের সুর'ক্ষায় আনার ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া এবং সহায়তার প্রশংসা করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে