মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০১৯, ০৫:০৩:৫০

রাজ্যের মুসলিম ভোটে ভাগ বসাবে আসাদউদ্দিন ওয়াইসি : চিন্তিত মমতা ব্যানার্জী

রাজ্যের মুসলিম ভোটে ভাগ বসাবে আসাদউদ্দিন ওয়াইসি : চিন্তিত মমতা ব্যানার্জী

আন্তর্জাতিক ডেস্ক : পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা ব্যানার্জী বলেছেন, বিজেপির কাছ থেকে টাকা নেয় আসাদউদ্দিন ওয়াইসির দল সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিন।

কোচবিহারে এক কর্মিসভায় সোমবার এমনই দাবি করলেন তৃণমূল নেত্রী। দলের নেতাকর্মীদের ওয়াইসির ব্যাপারে সতর্ক করেন তিনি। খবর জি নিউজের।

সম্প্রতি বিধানসভা উপনির্বাচনে পশ্চিমবঙ্গ লাগোয়া বিহারের পূর্ণিয়া জেলার কিশানগঞ্জ কেন্দ্রে জয়লাভ করে সর্বভারতীয় মজলিসে-ই-ইত্তেহাদুল মুসলেমিন। এর পরই হঠাৎ কোচবিহার জেলাজুড়ে দলটির রাজনৈতিক পোস্টারে ছেয়ে যায়। তাতে লেখা- 'অপেক্ষা শেষ, এবার মিশন পশ্চিমবঙ্গ'।

হায়দরাবাদভিত্তিক দক্ষিণের এই রাজনৈতিক দলের হঠাৎ এমন সক্রিয়তায় চমকে ওঠেন শাসক তৃণমূলের নেতারাও। তারপরই কোচবিহার সফরে গিয়ে মমতা ব্যানার্জীর সাবধান বাণীর তাৎপর্য খুঁজছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

এদিন যদিও মুখে ওয়াইসির নাম করেননি মমতা। নাম না করেই তিনি বলেন, 'ওরা বিজেপির কাছে টাকা নেন। সংখ্যালঘুরা ভুল করবেন না। ওদের বাড়ি হায়দরাবাদে। এখানে নয়।

রাজনৈতিক মহলের একাংশের মতে, ওয়াইসির দল এ রাজ্যে সক্রিয় হলে তৃণমূলের মুসলিম ভোটে ভাগ বসাবে তারা। এই মুসলিম ভোটব্যাংক যে তার অন্যতম ভরসা তা বারবার নিজেই জানিয়েছেন মমতা। তাই পশ্চিমবঙ্গে আসাদউদ্দিন ওয়াইসির দলকে অঙ্কুরেই বি'না'শ করতে চান তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে