বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০১৯, ০১:২৮:৫৫

ভারতে বাঘ স'রিয়ে গরুকে জাতীয় পশু করার দাবি

ভারতে বাঘ স'রিয়ে গরুকে জাতীয় পশু করার দাবি

আন্তর্জাতিক ডেস্ক : জাতীয় পশু বাঘ হওয়ার কারণে ভারতে স'ন্ত্রা'সবাদ বে'ড়ে চলেছে বলে দাবি করেছেন উদুপির পেজাওয়ার মঠের বিশ্বেসতী'র্থ স্বামীজি। তার দাবি বাঘ স'রিয়ে গরুকে জাতীয় পশু ঘো'ষণা করা হলে এ সম'স্যার সমা'ধান হবে।

রামদেবের উদ্যোগে উদুপিতে অনুষ্ঠিত ‘স'ন্ত সমাগম’ অনুষ্ঠানে এসে এই মন্ত'ব্য করেন বিশ্বেসতী'র্থ। তার বক্তব্য, গরুকে যদি জাতীয় পশু হিসেবে গ্রহণ করা হয়, তাহলে দেশে আর কোনও স'ন্ত্রা'সবা'দী জন্মা'বে না।

তিনি জানিয়েছেন, গঙ্গা নদীকে পরিষ্কার করার কাজ আ'টকে রয়েছে বহুদিন ধ'রে। সে বিষয়ে তৎ'পর হওয়া উচিত মানুষের। এছাড়াও অভিন্ন দেও'য়ানি বিধি এবং জনসংখ্যা কমানোর বিষয়েও জো'র দিতে বলেছেন তিনি। তবে গরুকে জাতীয় পশু করার দাবি যে এই প্রথমবার উঠল, সেটা নয়।

গত বছর হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ড বিধানসভায় রেজোলিউশন পা'শ করা হয়েছিল এই বিষয়ে। দুই রাজ্যের তরফে কেন্দ্রীয় সরকারের কাছে আবেদন জানানো হয়েছিল, গরুকে জাতীয় পশু করার জন্য।২০১৭ সালে রাজস্থান হাইকোর্টের একজন বিচারকও সুপা'রিশ করেছিলেন গরুকে ভারতের জাতীয় পশু করার জন্য। এর পাশাপাশি তিনি জানিয়েছিলেন, গোহ'ত্যার মতো অ'পরা'ধের শা'স্তি হওয়া উচিত যাব'জ্জী'বন কা'রাদ'ণ্ড।

উদুপির এই অনুষ্ঠানে গোহ'ত্যার বিরু'দ্ধে সওয়াল তোলেন রামদেবও। এই অপরা'ধের ক'ঠিন শা'স্তি দাবি করার পাশাপাশি তিনি জানান, বাবর, হুমায়ূন এবং আকবরের শাসনকালে গোহ'ত্যা নি'ষি'দ্ধ ছিল ভারতে। এর সঙ্গে তিনি দাবি করেন, গো'মাং'স ভ'ক্ষ'ণই বিশ্ব উষ্ণা'য়ণের কারণ। আমি'ষাশীদের তিনি উপদেশ দিয়েছেন, কুকুর, বেড়াল, মুরগি, ছাগল যে কোনও মাংস খে'তে, কিন্তু গরুর মাংস না খে'তে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে