শনিবার, ২৩ নভেম্বর, ২০১৯, ০১:৫৬:২২

পরীক্ষায় শূন্য পাওয়া সারাফিনা এখন পদার্থ বিজ্ঞানের সেরা গবেষক

পরীক্ষায় শূন্য পাওয়া সারাফিনা এখন পদার্থ বিজ্ঞানের সেরা গবেষক

আন্তর্জাতিক ডেস্ক : পরীক্ষায় শূন্য পাওয়া সারাফিনা এখন পদার্থ বিজ্ঞানের সেরা গবেষক! ‘সেই আমি এখন অ্যাস্ট্রোফিজিক্সের ওপর পিএইচডি করছি এবং দু’টি পেপার প্রকাশ হয়েছে। সকলের কাছেই পদার্থবিজ্ঞান কঠি'ন, কিন্তু গ্রেডস বা নম্বরই আপনাকে বিচার করে না,’ টুইটারে এই লিখে টুইট করেছিলেন সারাফিনা ন্যানসে।

অথচ কোয়া'ন্টাম ফিজিক্স পরীক্ষায় শূন্য পেয়েছিলেন তিনি। শিক্ষকের কাছে গিয়ে নিজের মূল লক্ষ্যের ব্যাপারে আলোচনা করেন। তখন ভ'য় পেয়েছিলেন এই ভেবে যে, তাকে পদার্থ বিজ্ঞান ছেড়ে দিতে হবে। টুইটারে গবেষক সারাফিনার টুইট শেয়ার করেছেন গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই। টুইটটি শেয়ার করে তিনি জানিয়েছেন, ভালো বলেছেন এবং এটি সত্যিই অনুপ্রাণিত করে।
গুগলের সিইওর কাছে এমন রিট্যু'ইট পেয়ে স্বভাবতই খুশি সারাফিনা। তিনিও তাকে ধন্যবাদ জানিয়েছেন আন্তরিকভাবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে