বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর, ২০১৯, ০৪:৩৪:৩১

আর একটা ইজরায়েলে পরিণত হবে ভারত : আসাদুদ্দিন ওয়াইসি

আর একটা ইজরায়েলে পরিণত হবে ভারত : আসাদুদ্দিন ওয়াইসি

আন্তর্জাতিক ডেস্ক : নাগরিকত্ব সংশোধনী বিলে ছাড়পত্র দিয়েছে ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা। এই বিলটি লোকসভায় পেশ করা হবে সোমবার। এরপর মঙ্গলবার তা নিয়ে আলোচনা হবে। 

এদিকে এই বিল নিয়ে এআইএমআইএম প্রধান আসাদুদ্দিন ওয়াইসি বলছেন, দেশে নাগরিকত্ব সংশোধনী বিল লাগু হলে, ভারত ইজরায়েলে পরিণত হবে। ভারতকে ধর্মীয় দেশে পরিণত করার চক্রান্ত।

ওয়াইসির অভিযোগ, নাগরিকত্ব সংশোধনী বিল পেশের মাধ্যমে বলে দেওয়া যায় দেশকে ধর্মীয় দেশে পরিণত করার চক্রান্ত চলছে। এই বিল পাশ হয়ে গেলে ভারতের সঙ্গে ইজরায়েলের নাম উচ্চারিত হবে। কেননা সারা বিশ্বে বৈষম্যের জন্য ইজরায়েল বিখ্যাত বলেও অভিযোগ করেছেন তিনি।

নাগরিকত্ব সংশোধনী বিলে উত্তর পূর্বের রাজ্যগুলিতে বাদ রাখা নিয়ে প্রশ্ন তুলেছেন হায়দ্রাবাদের সাংসদ ওয়াইসি। যদি বলেছেন, যদি সংবাদ মাধ্যমের খবর সত্যি হয়, তাহলে তা সংবিধানের মৌলিক অধিকার সংক্রান্ত ১৪ নম্বর ধারা পরিপন্থী হবে বলেও মন্তব্য করেছেন তিনি।

নাগরিকত্ব সংশোধনী বিলের মাধ্যমে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন ওয়াইসি। তার দাবি, ভারতীয় মুসলিম হিসেবে তিনি দ্বিজাতিতত্ত্বের বি'রো'ধী। কিন্তু এখন বিজেপি যে আইন আনতে চলেছে, সেখানে তা দ্বিজাতিতত্ত্বকেই মনে করাচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে