শনিবার, ০৭ ডিসেম্বর, ২০১৯, ১২:৫৭:৪৯

ভারতীয় সেনা প্রধানের উপস্থিতিতে মার্কিন নৌসেনা ঘাঁটিতে হা'ম'লা, নিহ'ত ২

ভারতীয় সেনা প্রধানের উপস্থিতিতে মার্কিন নৌসেনা ঘাঁটিতে হা'ম'লা, নিহ'ত ২

আন্তর্জাতিক ডেস্ক : আমেরিকার ফ্লোরিডার পেনসাকোলা নৌসেনা ঘাঁটিতে হা'ম'লায় মৃ'ত্যু হল দুই সেনার। হা'ম'লা চালিয়ে আ'ত্মঘা'তি হয়েছে ওই আ'ততা'য়ীও। এপি সূত্রে খবর এই ঘটনায় আ'হ'ত ১১ জনকে ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে এই ব'ন্দু'কবা'জের হা'ম'লায় চাঞ্চল্য ছড়ায় পেনসাকোলার ওই নৌসেনা ঘাঁটিতে। এই ঘটনার পরেই আমেরিকার নৌসেনার টুইটার হ্যান্ডেল থেকে জানানো হয় এই ঘটনায় দুই জনের মৃ'ত্যু হয়েছে। গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে বলেও জানায় মার্কিন নৌসেনা।

গত বৃহস্পতিবার আমেরিকার ঐতিহাসিক পার্ল হারবার বিমান ঘাঁ'টিতে সফরে যান ভারতীয় বিমানসেনা প্রধান আর কে এস ভাদোরিয়া এবং ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ দল। আর এই সফরেই অ'ঘ'ট'ন ঘটে। বিমানসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আর কে এস ভাদৌরিয়ার সফরের সময়েই ব'ন্দু'কবা'জের হা'ম'লার ঘটনা ঘটে পার্ল হারবারে।

এই হা'ম'লার কিছু পরেই ভারতীয় দুতাবাসের তরফ থেকে জানানো হয় ভারতীয় বিমানসেনার কোনও ক্ষ'তি হয়নি। এই ঘটনার পরে ভারতীয় বিমানবাহিনীর তরফেও জানানো হয়, এই হা'ম'লায় কোনও বি'প'দ হয়নি বিমানসেনা প্রধানের। সুস্থই আছেন এয়ার চিফ মার্শাল। কিন্তু, পর পর নৌসেনা ঘাঁটিতে একের পর এক আ'ত'তা'য়ীর হা'ম'লায় কপালে ভাঁ'জ পড়েছে মার্কিন প্রশাসনের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে