শনিবার, ০৭ ডিসেম্বর, ২০১৯, ০১:১০:৩২

বিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার বি'স্ফো'রণে মৃ'ত ১১, আহ'ত ৩৪ জনের অবস্থা আ'শ'ঙ্কাজনক

বিয়ে বাড়িতে গ্যাস সিলিন্ডার বি'স্ফো'রণে মৃ'ত ১১, আহ'ত ৩৪ জনের অবস্থা আ'শ'ঙ্কাজনক

আন্তর্জাতিক ডেস্ক : বিয়ের আনন্দ মুহূর্তের মধ্যে পরিণত হল বি'ষা'দে। এক নিমেষে সব কিছু যে এই ভাবে শে'ষ হয়ে যাবে তা কল্পনাও করতে পারেননি, বিয়েবাড়িতে উপস্থিত অতিথিরা। ভ'য়া'ব'হ গ্যা'স দু'র্ঘ'ট'না প্রাণ কেড়ে নিল বিয়ে বাড়িতে আমন্ত্রিত এগারো জন অতিথির। 

ম'র্মা'ন্তিক এই ঘটনাটি ঘটেছে ইরানের কুর্দিস্তান প্রদেশের সাক্কেজ শহরে। বৃহস্পতিবার সাক্কেজ শহরে একটি বাড়িতে বিয়ের অনুষ্ঠান চলছিল। সেই সময়ই এই দু'র্ঘ'ট'না ঘটে। স্থানীয় প্রশাসন এবং সরকারি তরফে এই ঘটনার খবর জানা গিয়েছে। 

নিছকই গ্যাস সিলিন্ডার বি'স্ফো'র'ণ নাকি এই ঘটনার পিছনে কোনও বড়সড় জ'ঙ্গি না'শ'কতার ছক রয়েছে কিনা জানতে গোটা বিষয়টি খ'তিয়ে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন।

কুর্দিস্তান প্রদেশের ডেপুটি গভর্নর জেনারেল হোসেন হুশেখবাল জানিয়েছেন, ওই বিয়েবাড়িতে আমন্ত্রিত অতিথিদের মধ্যে মোট এগারো জন প্রা'ণ হা'রি'য়েছেন। এছাড়াও চৌত্রিশ জন জ'খ'ম হয়েছে। তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন বাকিদের অবস্থাও আ'শ'ঙ্কাজনক বলে জানিয়েছেন তিনি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে