সোমবার, ০৯ ডিসেম্বর, ২০১৯, ০৮:১৫:১৭

লোকসভায় এনআরসি বিল পাস হওয়ার পর মমতার হু'মকি 'কাউকে দেশছাড়া হতে হবে না'

লোকসভায় এনআরসি বিল পাস হওয়ার পর মমতার হু'মকি 'কাউকে দেশছাড়া হতে হবে না'

আন্তর্জাতিক ডেস্ক : শেষপর্যন্ত সোমবার দুপুরে ভারতের লোকসভায় উপস্থাপন করা হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। বিলটি উপস্থাপনের পক্ষে ২৯৩ টি ভোট এবং বিপক্ষে মাত্র ৮২ টি ভোট পড়েছে। ফলে সংখ্যার নিরিখে সহজেই পাস হয়ে গেছে বিল।

সংসদে যখন এই বিল পাস হয়, ঠিক সেই সময়ে খড়গপুরের সরকারি সভা থেকে এর প্রতিবাদে ফের সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন, সিটিজেন অ্যামেন্ডমেন্ট বিল এবং এনআরসি একই মুদ্রার এপিঠ-ওপিঠ। জনগণকে আবারো অযথা আ'ত'ঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে আ'শ্ব'স্ত করলেন, কাউকে দেশছাড়া হতে হবে না।

মমতা ব্যানার্জি বারবার আসামে এনআরসি প্রসঙ্গ তুলেই বারবার কেন্দ্রকে আক্রমণ করে এসেছেন। আজও তার ব্যতিক্রম ঘটল না। আসামে ১২ লাখ হিন্দু বাঙালির নাম বাদ পড়েছে, এই উদাহরণ সামনে রেখে খড়গপুরের সভাতেও মমতার হুঁ'শি'য়া'রি, এনআরসি বাংলায় হতে দেব না। ভাগাভাগি করতে দেব না। কাউকে তা'ড়া'নো যাবে না। এনআরসি নিয়ে অযথা ভ'য় পাবেন না। মনে রাখবেন, আমরা যতদিন আছি, এসব হবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে