মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ০৭:৩৭:১০

ভারতের নাগরিকত্ব বিল মোদি সরকারের হিন্দু রাষ্ট্রের নকশা : ইমরান খান

ভারতের নাগরিকত্ব বিল মোদি সরকারের হিন্দু রাষ্ট্রের নকশা : ইমরান খান

আন্তর্জাতিক ডেস্ক : কাশ্মিরে ৩৭০ অনুচ্ছেদ র'দের বি'রু'দ্ধে গলা চ'ড়িয়েছিল পাকিস্তান। এমনকি, আন্তর্জাতিক মঞ্চে গিয়েও কিছু লাভ হয়নি। এবার ভারতের নাগরকিত্ব সংশোধনী বিল নিয়েও তী'ব্র প্র'তিবা'দ করল ইসলামাবাদ। 

এই বিলের নিন্দা করে ইমরান খান বলেছেন, মানবাধিকার ও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক চুক্তি ল'ঙ্ঘি'ত হয়েছে। মোদী সরকারকে 'ফ্যাসিবাদী' বলেও আ'ক্রম'ণ করেছেন পাক প্রধানমন্ত্রী। যদিও ইমরানের মন্তব্যকে পা'ত্তাই দিচ্ছে না ভারত। 

সোমবার মধ্যরাতে ভোটাভুটিতে লোকসভায় পাশ হয়েছে নাগরিকত্ব সংশোধনী বিল। তবে সরকার পক্ষের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় রাজ্যসভায় বিল পাশ নিয়ে সং'শ'য় রয়েছে। কিন্তু তার আগেই এই নিয়ে নিজেদের ক্ষো'ভ উ'গরে দিল পাকিস্তান। 

টুইটারে ইমরান খান লিখেছেন, ভারতের লোকসভায় নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হয়েছে। আমরা এই বিলের তী'ব্র নি'ন্দা করছি। এটা আন্তর্জাতিক মানবাধিকার আইন ও ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক চুক্তির বি'রো'ধী।

মোদি সরকারের বিরুদ্ধে হিন্দুত্বের রাজনীতির অ'ভিযো'গ তুলে তাকেও নি'শা'না করেছেন ইমরান খান। তার বক্তব্য, ‘এটা আরএসএস-এর হিন্দু রাষ্ট্র করার নকশার বর্ধিত অংশ যার পরিকল্পনা করেছে 'ফ্যাসিবাদী' মোদী সরকার।’

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে