মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০১৯, ০৮:০২:১৫

'নোংরা বাঙালি মেয়েদের আমাদের সেনারা ও বৌদ্ধরা ছোঁবেও না'

'নোংরা বাঙালি মেয়েদের আমাদের সেনারা ও বৌদ্ধরা ছোঁবেও না'

আন্তর্জাতিক ডেস্ক : গণহ'ত্যার দা'য়ে মিয়ানমারের বি'রু'দ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) দা'য়েরকৃত মা'ম'লার শুনানির শুরুতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের নির্বো'ধ হ'ত্যাকা'ণ্ড ব'ন্ধে দেশটির প্রতি আহ্বান জানিয়েছেন গাম্বিয়ার আইন ও বিচারমন্ত্রী।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে এ মামলার শুনানির শুরুতে প্রধান বিচারপতির উদ্দেশে তিনি বলেন, গাম্বিয়া যা বলছে তা হলো আপনি মিয়ানমারকে এই নি'র্বো'ধ হ'ত্যাকা'ণ্ড ব'ন্ধ করতে বলুন।

দ্য হেগে রোহিঙ্গা গ'ণহ'ত্যার এ বি'চা'রপ্রক্রিয়ায় দেশের হয়ে আইনি ল'ড়া'ই চালাতে আদালতে উপস্থিত রয়েছেন মিয়ানমারের ডি ফ্যাক্টো নেত্রী অং সান সু চি। গাম্বিয়ার প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন দেশটির আইন ও বিচারমন্ত্রী আবুবকর মারি তামাবাদু।

মামলার শুনানির শুরুতে তিনি বলেন, ব'র্ব'র এবং নৃ'শং'স এসব কাজ; যা আমাদের সবার বিবেককে আ'ঘা'ত করেছে। এটি এখনও অ'ব্যাহ'ত রয়েছে। নিজ দেশের মানুষকে গ'ণহ'ত্যা ব'ন্ধ করতে হবে।

সেখানে যুক্তরাষ্ট্রের আইনজীবী তাফাদজ পাসিপান্দো বলেছেন, রোহিঙ্গা নারীদের ধ'র্ষ'ণের কথা অ'স্বী'কার করে মিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চি বলেছেন, সেনাবাহিনী এবং বৌদ্ধ জনগোষ্ঠীর কেউ নোংরা বাঙালি মেয়েকে (রোহিঙ্গা) ছোঁ'বে না। ওরা আ'ক'র্ষ'ণীয় নয়।

এই আইনজীবী বলেন, ধ'র্ষ'ণের ঘটনা ভিন্নখাতে নিতে ফেসবুকে ‘ফেক রেপ’ নামে যে পেজ খোলা হয়েছে, সেটির নিয়ন্ত্রণও হচ্ছে স্টেট কাউন্সিলরের দপ্তর থেকে। আইনজীবী তাফাদজ এরপর আদালতের কাছে আরাকানে এখনো যে ছয় লাখ রোহিঙ্গা আছেন, তাদের দু'র্ভো'গ ও ঝুঁ'কির কথা তুলে ধরেন। 

তিনি বলেন, সেখানে রোহিঙ্গাদের কাঁ'টাতারের বে'ষ্ট'নীর মধ্যে শিবিরে আ'ট'ক রাখা, চলাচলের স্বাধীনতা খ'র্ব করা ও অন্যান্য বি'ধিনি'ষে'ধের কথা, যা জাতিসংঘ তদন্তে উঠে এসেছে, সেগুলোর বিবরণ দেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে